তবে কি এবার আর্থিক পড়তির মুখে বিএসএনএল, সাহায্য চেয়ে কেন্দ্রকে চিঠি

 

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রের কাছে জরুরি বার্তা পাঠিয়ে সাহায্যের আবেদন জানালো রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল। এইমুহূর্তে অর্থ সাহায্য না করলে খরচ চালানো সম্ভব নয় বলে জানানো হয়েছে। কর্মীদের বেতন বাবদ ৮৫০ কোটি টাকা-সহ ১৩,০০০ কোটি টাকার বিপুল খরচ আর টানা যাচ্ছে না বলে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানিয়েছে বিএসএনএল কর্তৃপক্ষ। অকারণ সরকারি হস্তেক্ষেপ,অতিরিক্ত কর্মচারীর প্রচুর মাইনে, খারাপ ম্যানেজমেন্ট এর চাপে ধুঁকছে এই সরকারি সংস্থা।

 

বিএসএনএল-এর বাজেট ও ব্যাংকিং ডিভিশনের সিনিয়র জেনারেল ম্যানেজার পুরন চন্দ্রা জানিয়েছেন, ‘প্রতি মাসে রেভিনিউ ও খরচের মধ্যে বিপুল ফারাক এসে দাঁড়িয়েছে। আর্থিক ভাবে সহায়তা না এলে খরচ চালানো প্রায় অসম্ভব’। কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটির হিসেব অনুযায়ী ২০১৮-র ডিসেম্বর পর্যন্ত বিএসএনএল-এর ক্ষতির পরিমাণ ছিল ৯০,০০০ কোটি টাকা।

f0e6d img 20190626 wa0017

জানা গেছে, গত কয়েক বছর ধরেই বিএসএনএল-এর গ্রাফ নিম্নমুখী। বিএসএলএল-এর মোবাইল সাবস্ক্রাইবারের সংখ্যা বাজারের মোটে ১০%। এই বিষয়ে মাস কয়েক আগেই খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সমস্যা এখনো থেকেই গেছে।

সম্পর্কিত খবর