মায়ের খুলি মিলল কুয়োই! ব্যাপক চাঞ্চল্য

 

বাংলা হান্ট ডেস্ক : মা নাকি নিখোঁজ ছিলেন অনেক দিন ধরেই। অনেক খোঁজাখুঁজিতেও নাকি পাওয়া যায়নি তাকে।অবশেষে সেই মায়ের মাথার খুলি, হাড়, চশমার ফ্রেম মিলল বাড়িরই কুয়োর মধ্যে! ভয়ানক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায়।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিমলেশ ভৌমিকের বাড়ির কুয়ো থেকে উদ্ধার হয়েছে তাঁরই মায়ের মাথার খুলি-সহ নানান ব্যবহৃত সামগ্রী। ওই কংগ্রেস নেতার দাবি, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে হঠাৎই নিখোঁজ হয়ে যান তাঁর মা শেফালি ভৌমিক। পুলিশও এই বিষয় এ কিছু করতে পারেনি।

cc496 img 20190626 wa0016

কুয়ো থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। তার মধ্যে ছিল মাথার খুলি, হাড়, চশমার ফ্রেম। দেখে চমকে ওঠেন সকলেই। চারিদিকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এতে।যদিও বিমলেশ বাবুর দাবি, ত্রিবণ শিকদার নামে এক প্রতিবেশী এই ঘটনায় যুক্ত। তার সাথে কিছু ঝামেলা হওয়ায় তাঁকে ফাঁসানোর জন্যই এই কাণ্ড ঘটিয়েছে সে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে ত্রিবণ শিকদারের পরিবার।

সম্পর্কিত খবর