হাসপাতালে বেআইনিভাবে কাজের বরাত! মামলা হতেই হাইকোর্ট বলল … তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে উঠে এসেছে রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা। এবার দুই মেদিনীপুরের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা এজেন্সিগুলিকে অবৈধভাবে কাজের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। মামলা হতেই বড় নির্দেশ দিয়েছে আদালত।

  • কী নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)?

পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা সম্বন্ধিত কাজের বরাত দেওয়া হয়েছিল একটি সংস্থাকে। অভিযোগ, বৈধ উপায়ে টেন্ডার ডেকে যে সংস্থার কাজের দায়িত্ব পাওয়ার কথা, তারা সেটা পায়নি। উল্টে অবৈধ উপায়ে অন্য একটি সংস্থাকে (Security Agency) বরাত দেওয়া হয়। মঙ্গলবার এই মামলার শুনানিতে বরাত বাতিলের নির্দেশ দেয় আদালত।

হাইকোর্ট (Calcutta High Court) জানায়, নিয়ম মেনে ওই সংস্থাকে কাজের দায়িত্ব যে দেওয়া হয়নি সেটা প্রাথমিকভাবে পরিষ্কার। বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, টেন্ডার উত্তীর্ণ ব্যক্তির পরিবর্তে অসফল ঠিকাদারদের কাজের বরাত দেওয়ার নির্দেশ অবিলম্বে বাতিল করতে হবে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এই নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য? অনুব্রত এবার যা করলেন … তোলপাড় কাণ্ড!

মামলাকারীর কথায়, টেন্ডার অনুসারে ‘এমএম সিকিউরিটিস’ সংস্থার হাতে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্ব যাওয়ার কথা। তবে তেমনটা হয়নি। কাজের বরাত দেওয়া তো দূর! গত ২১ অক্টোবর একটি নোটিশ জারি করে সংশ্লিষ্ট সংস্থাকে বাদ দিয়ে দেওয়া হয়।

Calcutta High Court

হাইকোর্ট (Calcutta High Court) আপাতত ওই নোটিশ স্থগিত করেছে। সেই সঙ্গেই কেন ওই নোটিশ জারি করা হয়েছিল সেটা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। হলফনামা আকারে তা জানানোর নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে যে সংস্থাকে দুই মেদিনীপুরের হাসপাতালগুলির কাজের বরাত দেওয়া হয়েছিল, তারা কীভাবে, কোন উপায়ে, কীসের ভিত্তিতে, কার সুপারিশে কাজের দায়িত্ব পেয়েছিল সেটাও জানতে চেয়েছে উচ্চ আদালত। পরবর্তী শুনানির দিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের হলফনামা আকারে তা জানাতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর