বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে এখন উৎসবের আমেজ! হাতে মাত্র আর একদিন, তারপরেই শুরু হয়ে যাবে আলোর উৎসব। আর এই উৎসবের আগেই দেশবাসীর জন্য উপহার নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দীপাবলির আগে প্রত্যেক বছরের মতো আজ মঙ্গলবার ২৯ অক্টোবর রোজগার মেলার বক্তৃতা দিলেন নমো (Narendra Modi)।
৫১ হাজার যুবকের হাতে নিয়োগপত্র ধরালেন মোদি (Narendra Modi)
সেখানেই দীপাবলীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি রোজগার মেলার অধীনে সরকারি বিভাগগুলিতে মোট ৫১ হাজার যুবকদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। দেশজুড়ে কর্মসংস্থানের অভাবে বেড়েই চলেছে বেকারত্ব। তাই বেকারত্ব ঘোচাতেই এই রোজগার মেলার আয়োজন। যা এই দীপাবলির আগেই হাসি ফোটাল হাজার হাজার যুবকের মুখে।
দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থান বৃদ্ধি করাই এই মেলার মূল উদ্দেশ্য। সারা দেশে মোট 40 টি জায়গায় এই রোজগার মেলার আয়োজন করা হয়। এখানে মূলত সুযোগ দেওয়া হয় নতুনদের। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয় এই রোজগার মেলায় আবেদনকারীদের। মূলত সরকারের রাজস্ব বিভাগ, উচ্চ শিক্ষাবিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকে এই রোজগার মেলার মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়।
দু’বছর আগে ২০২২ সালের ২২ অক্টোবর থেকে প্রথম শুরু হয়েছিল এই রোজগার মেলা।এখানেই শেষ নয়, এই রোজগার মেলায় মাধ্যমে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের জন্য থাকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও। অনলাইন পোর্টালের মাধ্যমে তাদের জন্য থাকে ১৪০০ এর বেশি ই – লার্নিং সিলেবাস। মূলত দেশের উন্নতির লক্ষে প্রয়োজনীয় সমস্ত স্কিল শেখানো হয় এই এই ট্রেনিং পিরিয়ডে।
আরও পড়ুন : অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি! রাজ্যের বিরুদ্ধে এল হাইকোর্টের কড়া নির্দেশ
এর ফলে চাকরি প্রাপ্ত প্রার্থীদের গুণমান বৃদ্ধির সাথে সাথে তাদের পেশাগত স্তরে উন্নতি হওয়ার সম্ভাবনাও আরো বৃদ্ধি পায়। এই রোজগার মেলার মাধ্যমে কর্মী নিয়োগের পর IGOT কর্মযোগী পোর্টালের অধীনে ‘কর্মযোগী প্রাধ্যম’ নামে একটি অনলাইন প্রশিক্ষণ মডিউলে কর্মীদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়াও এদিন এই রোজগার মেলা থেকেই ৭০ বছর বা তার বেশি বয়সীদের জন্যও স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে এই স্বাস্থ্যবিমা প্রকল্পটি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে শুরু করা হবে।