‘অপদার্থ-অযোগ্য’! SSKM হাসপাতালে কাঁচি-বিতর্ক! মমতাকে চরম আক্রমণ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে রক্তমাখা গ্লাভসের পর এসএসকেএম হাসপাতালে জং ধরা কাঁচি! এই ঘটনার জেরে ফের একবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। সরকারি হাসপাতালে রোগীরা আদৌ সুরক্ষিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে অনেকের মনে। এমতাবস্থায় এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

  • এসএসকেএমের কাঁচি বিতর্কে মমতাকে আক্রমণ শুভেন্দুর (Suvendu Adhikari)

জানা যাচ্ছে, এসএসকেএম হাসপাতালে প্রসূতি বিভাগে অস্ত্রোপচার চলাকালীন একটি কাঁচি ভেঙে যায়! সেই ছবি শেয়ার করে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এবার এই ঘটনার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কড়া আক্রমণ শানালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

এসএসকেএমের (SSKM Hospital) কাঁচি-বিতর্ক প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘এসএসকেএমে জং ধরা কাঁচি পাওয়া যাচ্ছে। যাকে নিয়ে আমাদের গর্ব, যে রাজ্যের সবচেয়ে ভালো হাসপাতাল, সেখানেই জং ধরা কাঁচি মিলছে। আমাদের তো কিছু বলার নেই! পশ্চিমবঙ্গ বিধানসভায় ১৩ বছর স্বাস্থ্য বাজেট হয় না। এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে গিলোটিনে পাঠানো হয়েছে। এই জন্য রাজ্যের অপদার্থ-অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী দায়ী। সন্দীপ ঘোষের মাথার ওপর যার হাত ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়’।

আরও পড়ুনঃ ‘সবাইকে নিরামিষাশী করা অসম্ভব’! জনস্বার্থ মামলায় হাইকোর্ট যা বলল … তুমুল শোরগোল

সম্প্রতি চিকিৎসক রশ্মি চট্টোপাধ্যায় মরচে ধরা একটি ভাঙা কাঁচির (Scissor) ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। অভিযোগ, এসএসকেএমে এক প্রসূতির অপারেশনের সময় ওই কাঁচি ভেঙে যায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে চিকিৎসক রশ্মি চট্টোপাধ্যায় জানান, তাঁর হাতেই ওই কাঁচি ভেঙে যায়। শুধু তাই নয়, এর আগেও এসএসকেএমে অপারেশনের সময় ছুরি, কাঁচি ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

Mamata Banerjee Suvendu Adhikari

রশ্মি বলেন, প্রসূতির অস্ত্রোপচার চলাকালীন ওই কাঁচি ভেঙে যাওয়া নিয়ে ওটির দায়িত্বে থাকার সিস্টার ইন চার্জকে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এবার এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতাই এর জন্য দায়ী বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর