আবাসের তালিকা রি-চেক, ‘কেন্দ্রের ১টি শর্ত মানবো না!’ কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবাস যোজনার হাত ধরে ইতিমধ্যে অনেকের মাথার ছাদ তৈরী হয়েছে, পাকা বাড়িতে উঠেছেন অনেকে। কিন্তু এই আবাস যোজনা নিয়েই  বেশ কিছুদিন ধরে জোর তরজা  চলছে কেন্দ্র সরকার বনাম রাজ্য সরকারের (Mamata Banerjee)। আগেই এই আবাস যোজনার প্রকল্পে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সমস্ত টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের ১টি শর্ত মানতে নারাজ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের (Mamata Banerjee) অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে রাজ্যের প্রাপ্য মোট ৮২০০ কোটি টাকা তিন বছর ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। যদিও পরবর্তীকালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্র ওই টাকা না দিলে রাজ্যই নিজেদের কোষাগার থেকে ওই টাকা দিয়ে দেবে। গত সেপ্টেম্বরেই এই আবাস যোজনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

নবান্নের বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন প্রায় ১১ লক্ষ পরিবারকে ডিসেম্বরের থেকেই পাকা বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে। যদিও তিন ধাপে দেওয়া হবে সেই টাকা। যার মপধ্যে  প্রথম কিস্তিতে ৬০ হাজার পরের কিস্তিতে ৪০  হাজার এবং শেষ কিস্তিতে দেওয়া হবে ২০ হাজার টাকা।

জানা যাচ্ছে আপাতত বাংলায় এই প্রকল্পের নাম রাখা হয়েছে, ‘ বাংলার আবাস যোজনা।’ তবে এই টাকা বিলানোর আগে তালিকা পুনরায় খতিয়ে দেখার জন্য পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ পুরনো তালিকা অনুযায়ী অনেকের মৃত্যু হতে পারে, আবার অনেক যোগ্য প্রার্থীর নাম তালিকা থেকে বাদও পড়তে পারে।

আরও পড়ুন : বৃদ্ধার পা ধরে টানতে টানতে…! ভাইরাল আয়ার অত্যাচারের হাড়হিম করা ভিডিও

তাই মুখ্যমন্ত্রী চান কোন যোগ্য প্রার্থী যাতে ওই তালিকা থেকে বাদ না পরে। লোকসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ডিসেম্বরের মধ্যেই রাজ্য সরকার এই টাকা আবাস যোজনা টাকার পাশাপাশি ১০০ দিনের কাজের টাকাও দিয়ে দেওয়া হবে। মঙ্গলবার নবান্নে কৃষি দপ্তার ও পঞ্চায়েত দপ্তরের সাথে  বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী।

Mamta Banerjee

সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আবাস যোজনা সংক্রান্ত কেন্দ্রের সব শর্ত তাঁরা  মানবে না। প্রসঙ্গতই আবাস যোজনায় বাড়ি পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে সমস্ত আবেদনকারীর বাড়ির  সদস্য সরকারি চাকরি করছেন কিংবা যাদের বাড়িতে তিন চাকা অথবা চার চাকার গাড়ি রয়েছে তারা এই আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির জন্য টাকা পাবেন না। এছাড়াও  এমন একটি শর্ত ছিল যেখানে বলা হয়েছিল বাড়ি একাংশ পাকা করতে পেরেছেন এমন প্রার্থীদেরও এই আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে না। উপরোক্ত সমস্ত শর্ত না মানলেও পাকা বাড়ি সংক্রান্ত এই শর্তটি মানতে পারবেন না বলে সটান জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর