বাংলা হান্ট ডেস্ক: দীপাবলির ঠিক আগে এবার বড় ধাক্কা পেলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গৌতম আদানির পাওয়ার কোম্পানি এবার Securities and Exchange Board of India তথা SEBI-র রাডারে এসেছে। শুধু তাই নয়, আদানি পাওয়ারকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে SEBI।
শো-কজ নোটিশ পাঠাল SEBI:
জানিয়ে রাখি যে, এই নিয়ে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে আবারও SEBI-র নোটিশ পেয়েছে আদানি পাওয়ার। এই খবর আসার সঙ্গে সঙ্গেই আদানি পাওয়ারের শেয়ার যথেষ্ট প্রভাবিত হয়েছে। শুধু তাই নয়, ওই সংস্থার শেয়ার দর কমে যায় ২ শতাংশের বেশি।
সমস্যার সম্মুখীন আদানি পাওয়ার: প্রসঙ্গত উল্লেখ্য, SEBI আদানি পাওয়ারকে একটি নোটিশ জারি করেছে। আসলে, আদানির কোম্পানির বিরুদ্ধে তার কিছু বিনিয়োগকারীকে পাবলিক শেয়ারহোল্ডার হিসেবে ভুলভাবে শ্রেণিবদ্ধ করার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ ও পাওয়ার সেক্টরে কাজ করা আদানি পাওয়ার এই নোটিশ সম্পর্কিত তথ্য উপস্থাপিত করেছে।
আরও পড়ুন: মার্কেটে নতুন কেলেঙ্কারি! YouTube ভিডিওতে লাইক করে ৫৬ লক্ষ টাকা হারালেন ব্যক্তি, এখনই হন সতর্ক
উল্লেখ্য যে, আদানি পাওয়ার এবং আদানি সলিউশন আদানি এনার্জি গ্রুপের বিদ্যুৎ সংক্রান্ত প্রকল্পে কাজ করে। কোম্পানিটি বলেছে, বর্তমান ত্রৈমাসিকে, SEBI দ্বারা কিছু পক্ষকে তাদের শেয়ারহোল্ডিংকে পাবলিক শেয়ারহোল্ডিং হিসেবে ভুলভাবে উপস্থাপন করার জন্য একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। সংস্থাটি আরও বলেছে তারা নির্দিষ্ট সময় অন্তর তথ্য, নথি এবং স্পষ্টীকরণ প্রদান করে SEBI এবং সরকারি কর্তৃপক্ষের কাছে প্রতিক্রিয়া জানাবে।
আরও পড়ুন: মুম্বাই টেস্টের আগে ভারতের জন্য স্বস্তির খবর! নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়লেন এই তারকা খেলোয়াড়
জানিয়ে রাখি যে, আমেরিকান শর্ট সেলার কোম্পানি হিন্ডেনবার্গের অভিযোগের পরে আদানির সংস্থাগুলি রাডারে রয়েছে। SEBI ইতিমধ্যেই কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। এদিকে, আদানি মামলায় সংসদ পর্যন্ত তোলপাড় সৃষ্টি করেছে বিরোধীরা। সংস্থাটি এমন সময়ে SEBI থেকে নোটিশ পেয়েছে যখন SEBI প্রধান মাধবী পুরি বুচকে ঘিরে কিছু প্রশ্ন রয়েছে। হিন্ডেনবার্গ SEBI প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। তাঁর বিরুদ্ধে আদানি মামলার তদন্ত সঠিকভাবে না করার অভিযোগও রয়েছে। হিন্ডেনবার্গ এটাও জানিয়েছে যে, SEBI প্রধান তাঁর পদের সুবিধা নিয়েছেন। তারপর থেকেই কংগ্রেসের লাগাতার আক্রমণের সম্মুখীন হচ্ছেন মাধবী।