IPL-এ তুলেছিলেন ঝড়! মুম্বাই টেস্টের আগে ভারতীয় দলে এন্ট্রি নিলেন এই দুর্ধর্ষ বোলার

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে মুম্বাইয়ে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচের আগে বিরাট পরিবর্তন টিম ইন্ডিয়াতে (India National Cricket Team)! ইতিমধ্যেই ফাস্ট বোলার হর্ষিত রানাকে দলে নিয়েছে টিম ইন্ডিয়া। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে, মুম্বাই টেস্টে অভিষেক হতে পারে হর্ষিত রানার।

ভারতীয় দলে (India National Cricket Team) বড় পরিবর্তন:

এর কারণ হল, তৃতীয় টেস্ট ম্যাচে জাসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার খবর রয়েছে। তবে, এই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। হর্ষিত রানা হলেন দিল্লির ফাস্ট বোলার। যিনি এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন। বর্ডার-গাভাস্কার ট্রফির দলেও জায়গা পেয়েছেন এই খেলোয়াড়।

This tough bowler took entry in India National Cricket Team.

হর্ষিত রানার বিশেষত্ব: জানিয়ে রাখি যে, হর্ষিত রানার বয়স মাত্র ২২ বছর। তিনি এত কম বয়সে টিম ইন্ডিয়াতে (India National Cricket Team) যোগ দিয়েছেন। হর্ষিত রানার অন্যতম বিশেষত্ব হল ফাস্ট বোলিং করার পাশাপাশি তিনি ভালো ব্যাটিংও করতে পারেন। সম্প্রতি, অসমের বিরুদ্ধে ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেছিলেন। আর এই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পান তিনি।

আরও পড়ুন: বজায় রয়েছে রতন টাটার ম্যাজিক! ধনতেরাসে রেকর্ড গড়ল তাঁর প্রিয় সংস্থা, জানলে হয়ে যাবেন “থ”

হর্ষিত রানা কি সুযোগ পাবেন: এখন প্রশ্ন হচ্ছে, হর্ষিত রানাকে কি মুম্বাই টেস্টে সুযোগ দেবে টিম ইন্ডিয়া (India National Cricket Team)? প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুম্বাই টেস্টে জাসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। এমতাবস্থায়, তিনি না খেললে হর্ষিত রানা বিকল্প হতে পারেন। তবে, পুণে টেস্টে বিশ্রাম পাওয়া মোহাম্মদ সিরাজও খেলতে পারেন। এদিকে, অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে হর্ষিত রানাকে যদি সুযোগ দেওয়া হয়, সেটা হবে তাঁর জন্য ভালো অভিজ্ঞতা।

আরও পড়ুন: দীপাবলির আগে বড় ঝটকা খেলেন গৌতম আদানি! এই কারণে SEBI পাঠাল শো-কজ নোটিশ

হর্ষিত রানার কেরিয়ার: জানিয়ে রাখি যে, হর্ষিত রানার ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে যে, এই খেলোয়াড় ৯ টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৬ টি উইকেট নিয়েছেন। ১ ইনিংসে ৫ উইকেট নেওয়ারও কীর্তি গড়েছেন তিনি। এছাড়া তিনি ম্যাচে ১০ উইকেটও নিয়েছেন। শুধু তাই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১ এভারেজে হর্ষিত ৪১০ রানও করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর