বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি সরকারি কর্মীদের (Government Employees) সুখবর দিয়েছে কেন্দ্র সরকার। ফের একদফায় ডিএ বৃদ্ধি হয়েছে সরকারি কর্মীদের। আগে তারা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন, বর্তমানে মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। ওদিকে শোনা যাচ্ছে কিছু সময়ের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন কার্যকর হতে পারে। এই আবহে এবার কেন্দ্রের পথে হেঁটে সুখবর দিল রাজ্য সরকার। দুই থেকে আড়াই বছরের মধ্যে রাজ্য সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে জানিয়ে দিল সরকার।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শীঘ্রই সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে পারে। ২০২৬-২৭ অর্থবর্ষ নাগাদ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে জানানো হয়েছে সরকার তরফে। যদিও রাজ্য সরকারের তরফে এই বিষয়ে নির্দিষ্টভাবে কোনও দিনক্ষণ জানানো হয়নি পঞ্জাব সরকারের তরফে।
আসলে পঞ্জাব হাইকোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া এবং বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে যে মামলা চলছিল সেই শুনানিতেই রাজ্য সরকার তরফে জানানো হয়েছে, ২০২৬-২৭ নাগাদ সপ্তম বেতন কমিশন নিয়ে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে। এদিকে এ রাজ্যেও সপ্তম বেতন কমিশনের অপেক্ষায় রয়েছে সরকারি কর্মীরা। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন কবে কার্যকর হবে, সেই নিয়ে এখনও কোনো আওয়াজ করা হয়নি সরকার তরফে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বহুদিন জেলবন্দি! এরই মাঝে পার্থকে নিয়ে খারাপ খবর, শোরগোল
জানিয়ে রাখি, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন তারা। যার মধ্যে চলতি বছরই আট শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে। তার আগে রাজ্য সরকারি কর্মীরা মাত্র ৬% হারে ডিএ পেতেন। বর্তমানে তারা ডিএ বৃদ্ধির অপেক্ষা করছেন। ওদিকে সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। সেই মামলার জট কবে খুলবে তা কারও জানা নেই।