হয়ে গেল কনফার্ম! ফের RCB-র অধিনায়ক হবেন বিরাট কোহলি, ২০২৫-এর IPL-এ উঠবে ঝড়

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছরের IPL-এর প্রসঙ্গে একের পর এক চমকপ্রদ আপডেট সামনে আসছে। সেই রেশ বজায় রেখেই এবার মিলল একটি বড় খবর। উল্লেখ্য যে, IPL-এর ইতিহাসে এখনও একটি ট্রফি না জিতলেও, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) একটি বিশাল ফ্যানবেস রয়েছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হল ওই টিমের সাথে যুক্ত রয়েছেন বিরাট কোহলি।

ফের RCB (Royal Challengers Bengaluru)-র অধিনায়ক হবেন বিরাট কোহলি?

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ২০০৮ সাল থেকে এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন বিরাট। এমতাবস্থায়, কোহলির জনপ্রিয়তার কারণে RCB (Royal Challengers Bengaluru)-র ফ্যান ফলোয়িংও অনেক বেশি। এদিকে, এই দলের হয় বিরাট একাধিক মরশুমে অধিনায়কত্ব করেছিলেন কিন্তু কখনোই IPL চ্যাম্পিয়ন হতে পারেননি। তিনি শেষবার ২০২১ সালে RCB-র হয়ে অধিনায়কত্ব করেন। তারপর তিনি এই দায়িত্ব ছেড়ে দেন। যার ফলে অনুরাগীরা অত্যন্ত হতাশ হয়েছিলেন। তবে, এবার এমন একটি রিপোর্ট সামনে এসেছে যেখানে দাবি করা হয়েছে যে ফের RCB-র অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে বিরাট কোহলিকে। আর এই বিষয়টি সামনে আসার পরেই তা উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।


অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন ফাফ ডু প্লেসিস: ২০২২-এর আগে অনুষ্ঠিত মেগা নিলামে চেন্নাই সুপার কিংস তারকা ফাফ ডু প্লেসিসকে কিনেছিল বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তারপর তাঁকে দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ফাফের নেতৃত্বে এই দল ২ বার প্লে-অফে পৌঁছলেও কাপ হাতে পায়নি।

আরও পড়ুন: KKR-এর রিটেনশন লিস্টের প্রসঙ্গে সামনে এল বড় আপডেট! শ্রেয়সকে ঘিরে এখনও চলছে জল্পনা

তবে, এবার মেগা নিলামের কারণে ভবিষ্যতের কথা মাথায় রেখে ডু প্লেসিসকে ছেড়ে দেওয়া বা অধিনায়কত্ব থেকে সরানো হতে পারে বলে জানা গিয়েছে। এই কারণে বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দলও নতুন অধিনায়ক খুঁজছে। এমতাবস্থায়, বিরাট কোহলি যদি এই দায়িত্ব নিতে এগিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই ফ্র্যাঞ্চাইজি চিন্তামুক্ত হবে।

আরও পড়ুন: IPL-এ তুলেছিলেন ঝড়! মুম্বাই টেস্টের আগে ভারতীয় দলে এন্ট্রি নিলেন এই দুর্ধর্ষ বোলার

কেএল রাহুল এবং ঋষভ পন্থের দিকেও রয়েছে নজর: এদিকে, ২০২৫-এর IPL-এর আগে মেগা নিলামের আবহে RCB (Royal Challengers Bengaluru) একাধিক তারকা ক্রিকেটারের ওপর নজর রাখছে। যার মধ্যে রয়েছেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। মনে করা হচ্ছে এই দুই খেলোয়াড়কেই তাদের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে RCB এই সুযোগকে কাজে লাগাতে চায়। এই দুই খেলোয়াড়ের মধ্যে যদি একজনও RCB-তে আসেন সেক্ষেত্রে অধিনায়কের বিকল্পের পাশাপাশি উইকেট-রক্ষকের ভূমিকা পালনের জন্যও নির্ভরতা পাওয়া যাবে। এমন পরিস্থিতিতে, এই মেগা নিলাম RCB-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর