বাংলাহান্ট ডেস্ক : দিঘা, দার্জিলিং, পুরীর পাশাপাশি গত কয়েক দশকে বাঙালির ভ্রমণ ডেস্টিনেশনে জায়গা পেয়েছে হেনরি আইসল্যান্ড, মৌসুমী দ্বীপের মতো অজস্র ট্যুরিস্ট স্পষ্ট। তবে একটা সময়ে বাঙালির ‘পশ্চিম’ বলে খ্যাত শিমুলতলা ছিল আমজনতার প্রিয় ডেস্টিনেশন। বিহারের মুঙ্গের জেলায় অবস্থিত শিমুলতলা।
শিমুলতলার (Shimultala) সৌন্দর্য
একটা সময় বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে বারবার ফিরে এসেছে শিমুলতলা (Shimultala)। তরুণ মজুমদারের দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা ছবির শুটিং হয়েছিল এই শিমুলতলায়। ধনী-অর্থবান ব্যক্তিদের বাগানবাড়ি করার অন্যতম প্রিয় জায়গা ছিল এই শিমুলতলা। সেই শিমুলতলাকেই (Shimultala) আম বাঙালি বেছে নিয়েছিল স্বাস্থ্যোদ্ধারের জন্য।
বরাবর মনোরম ও স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য পর্যটকদের কাছে অন্যতম পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছিল শিমুলতলা (Shimultala)। পাহাড়, টিলা ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আজও মুগ্ধ করে পর্যটকদের। সবুজ ঘেরা শাল, মহুয়ার বন ছুঁয়ে যাবে আপনার মনের গোপন ভালোলাগাকে। শিমুলতলা গেলে এখনো দেখা মেলে প্রাচীন বাগানবাড়িগুলির।
আরোও পড়ুন : অর্ধেক নভেম্বর মাসই ছুটি! কবে কবে বন্ধ অফিস-কাছারি? দেখুন সরকারের নয়া তালিকা
যেগুলির সিংহভাগই এখন জৌলুসহীন। বেশ কিছু বাগানবাড়ি এখন ভাড়া দেওয়া হয় পর্যটকদের। থাকা-খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে সেখানে। লাট্টু পাহাড় ও নলডাঙ্গা রাজবাড়ী শিমুলতলার প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়াও আর এন মুখার্জির বাড়ি ‘রিট্রিট’, কলকাতা হাইকোর্টের প্রাক্তন আইনজীবী পি সি চন্দর বাড়ি ‘বিজনাবাস’, সুরেন্দ্রনাথ ব্যানার্জির ‘মা হাউস’ দর্শনীয় স্থান।
যাবেন কীভাবে : হাওড়া স্টেশন থেকে একাধিক ট্রেন রয়েছে শিমুলতলা যাওয়ার জন্য। আপনারা চাইলে যেতে পারেন পটনা জনশতাব্দী এক্সপ্রেসে চেপেও। ঝাঝা জংশনে নেমে গাড়ি ভাড়া নিয়ে শিমুলতলা পৌঁছতে পাড়ি দিতে হবে ২০ কিলোমিটার পথ।
থাকার জায়গা : একাধিক লজ ও রিসর্ট রয়েছে এখানে। তবে শীতকালে গেলে আগে থেকে বুকিং করে যাওয়াই ভালো।