বন্যা-ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতির সম্মুখীন! কৃষকদের ক্ষতিপূরণ নিয়ে এবার বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে বন্যা পরিস্থিতি, পুজো মিটতেই ঘূর্ণিঝড়। এই দুইয়ের জোড়া ফলায় রাজ্যের কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। এবার কৃষকদের ক্ষতিপূরণ নিয়ে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে।

  • কৃষকদের ক্ষতিপূরণ নিয়ে কী বললেন মমতা (Mamata Banerjee)?

রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, এখনও অবধি ৬১ লক্ষ ৫৫ হাজার কৃষক ক্ষতিপুরণের জন্য আবেদন করেছেন। বন্যা পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় দানার (Cyclone Dana) প্রভাবে পশ্চিমবঙ্গের ৯ লক্ষ ৩ হাজার ৫৪৩ জন কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান তিনি। মঙ্গলবার নবান্নে আবাস যোজনা থেকে শুরু করে কৃষকদের ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা করেন বলে খবর।

জানা যাচ্ছে, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ, ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে কৃষকদের কিছুতেই বঞ্চিত করা যাবে না। বন্যা পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের জেলাগুলিতে কতখানি ক্ষতি হয়েছে সেটা খতিয়ে দেখার জন্য কৃষিমন্ত্রী এবং পঞ্চায়েতমন্ত্রীকে জেলায় জেলায় পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ৪০ লাখ! রাতারাতি উধাও সরকারি টাকা! সাইবার জালিয়াতির খপ্পরে খোদ পুরনিগম

দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্য বিমার (Bangla Shasya Bima) টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এদিন মমতা বলেন, কৃষকরা এই বিমার টাকা পাওয়া থেকে যাতে কিছুতেই বঞ্চিত না হন সেটা সুনিশ্চিত করতে হবে। সেই সঙ্গেই তিনি বিমা সংস্থার সঙ্গে কথা বলার নির্দেশ দেন বলে খবর।

Mamata Banerjee

বিগত কয়েক মাসে দুর্যোগের কারণে পশ্চিমবঙ্গের কোন জেলায় কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সাংবাদিক সম্মেলন করে সেই তথ্য দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব। সেখানে দেখা যাচ্ছে, কিছু কিছু জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১ লক্ষের অধিক। এখনও অবধি রাজ্যের ৯ লক্ষ ৩ হাজার ৫৪৩ জন কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে বলেছেন, এই সংখ্যা চূড়ান্ত নয়। তবে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে কোনও কৃষক যাতে বঞ্চিত না হন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর