দু হাতে রোজগার, তিনিই বাড়ির লক্ষ্মী, ধনকুবেরকে সংসারে ধরে রাখতে এই বিশেষ রীতি পালন করেন সুদীপা

বাংলাহান্ট ডেস্ক : গতকাল, ২৯ শে অক্টোবর ছিল ধনতেরাস। হিন্দু ধর্মের এই বিশেষ দিনে ধনদেবী মা লক্ষ্মী, ধন দেবতা কুবের এবং ধন্বন্তরীকে পুজো করার রীতি রয়েছে। ধনতেরাস দিনটির সঙ্গেই জড়িয়ে রয়েছে সোনা বা রূপোর মতো মূল্যবান ধাতু কেনার রীতি। সোনার দাম যতই বেশি থাকুক না কেন, এদিন একটু হলেও সোনালি ধাতু কেনার চেষ্টায় থাকেন সাধারণ মানুষ। তবে সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) আবার এই রীতিতে বিশ্বাসী নন। বাড়িতে ধনসম্পদ, সৌভাগ্য বজায় রাখতে একটি বিশেষ নিয়ম এদিন পালন করে থাকেন তিনি।

ব্যবসা রেস্তোরাঁ থেকে রোজগার করেন সুদীপা (Sudipa Chatterjee)

বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ সুদীপা (Sudipa Chatterjee)। দীর্ঘদিন টেলিভিশন শোয়ের সঞ্চালনা করেছেন তিনি। পাশাপাশি শাড়ির ব্যবসাও রয়েছে তাঁর। রয়েছে নিজস্ব রেস্তোরাঁ চেইন। বনেদি চট্টোপাধ্যায় বাড়ির বউ তিনি। নিজেও রোজগার করেন দু হাতে। কিন্তু সংসারে সৌভাগ্য, সমৃদ্ধি বজায় রাখতে কী বিশেষ রীতি পালন করেন সুদীপা (Sudipa Chatterjee)?

আরো পড়ুন : ‘শুধু টাকা বোঝে, নিজের স্বার্থের জন্য…’, একসময় ছিলেন শাহরুখের কণ্ঠ, নায়ককে নিয়েই বোমা ফাটালেন অভিজিৎ!

ধনতেরাসে কী কেনেন তিনি

আজকাল ডট ইন এর সঙ্গে সাক্ষাৎকারে সুদীপা (Sudipa Chatterjee) জানান, ধনতেরাসে তিনি সাধারণত সোনা কেনেন না। কারণ সারা বছরই টুকটাক সোনা কেনা হয় তাঁর। তবে ধনতেরাসের দিন কী কেনেন? সুদীপা (Sudipa Chatterjee) জানান, এদিন সাদা ধাতু কেনেন তিনি। ঠাকুরের বাসনপত্র কেনেন, ঘর সাজানোর জিনিস কেনেন। আর নিতান্তই যদি সোনা কিনতে হয়, তবে সেটা ঠাকুরের গয়নার জন্য কেনেন সুদীপা।

আরো পড়ুন : ‘এটাই সাফল্যের চাবিকাঠি নাকি?’ সৌমিতৃষার ‘অশালীন’ ছবিতে কুৎসিত কটাক্ষ! ছিছিক্কার নেটিজেনদের

বিশেষ রীতি পালন করেন সুদীপা

এদিন কিছু বিশেষ রীতিও পালন করে থাকেন তিনি, যা বহু বছর ধরে চলে আসছে। কী সেই রীতি? সুদীপা (Sudipa Chatterjee) বলেন, সারা বছর কুবেরকে লকারের মধ্যেই রাখা হয় সম্পদ পাহারা দেওয়ার জন্য। শুধু এই ধনতেরাসের দিনটাতেই তাঁকে লকার থেকে বের করে দেবী লক্ষ্মীর আসনের নীচে রাখা হয়। এর নেপথ্যেও রয়েছে কারণ।

Sudipa Chatterjee

সুদীপার (Sudipa Chatterjee) কথায়, চলতি মত বলে সারা বছর পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে ধনতেরাসের দিনেই নাকি মা লক্ষ্মীর পায়ের কাছে বিশ্রাম নিতে আসেন কুবের দেব। এদিন তাঁকে ঘরে বাঁধতে পারলেই সংসারে কোনোদিন সম্পদের অভাব হয় না। তাই সুদীপা (Sudipa Chatterjee) এদিন কুবের দেবের বিশ্রামের জন্য মিষ্টি শরবত রেখে দেন। পাশাপাশি এদিন অলক্ষ্মী বিদায়ের রীতিও পালন করে থাকেন বলে জানান সুদীপা। সারা বছর বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান। শুধু এই দিনটিতেই সরষের তেলের প্রদীপে লবঙ্গ, এলাচ দিয়ে বাড়ির চারপাশে ঘোরান। সকলের মঙ্গল কামনা করেন সুদীপা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর