দু বছর পেরিয়ে শেষমেষ থামল সফর, গুঞ্জন সত্যি করে শেষ হল জনপ্রিয় সিরিয়াল

বাংলাহান্ট ডেস্ক : সব চ্যানেলেই একের পর এক সিরিয়াল (Serial) শেষের খবর। কোনোটা এক বছর, কোনোটা আবার কয়েক মাস চলতে না চলতেই শেষ হয়ে যাচ্ছে। মেগা ধারাবাহিকের কনসেপ্ট এখন উঠেই গিয়েছে। টিআরপি ভালো হলে বছর খানেক টানা হচ্ছে সিরিয়াল (Serial), নয়তো কয়েক মাসেই পাততাড়ি গোটাচ্ছে গল্পগুলি। সেখানে দাঁড়িয়ে দু বছরেরও বেশি সময় কাটিয়ে এবার শেষের মুখে কালার্স বাংলার সিরিয়াল ‘ফেরারি মন’।

শেষ হল ফেরারি মন সিরিয়াল (Serial)

২০২২ সালে শুরু হয়েছিল সিরিয়ালটি (Serial)। অগ্নি আর তুলসীর গল্প কম সময়ের মধ্যেই মন জিতে নিয়েছিল দর্শকদের। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল বিপুল পাত্র এবং সুদীপ্তা রায়কে। দর্শকদের ভালোবাসার উপরে ভর করে বিগত ২ বছরেরও বেশি সময় ধরে চলেছে এই সিরিয়াল (Serial)। কিন্তু গল্পে তো ইতি টানতেই হবে। সদ্য শেষ হল ফেরারি মন সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং।

আরো পড়ুন : ‘অশৌচ শেষ?’ সেজেগুজে কালীপুজোর উদ্বোধনে সোহিনী! নেটিজেনরা বললেন…

শেষ দিনের শুটিংয়ে মন খারাপ সকলের

দীর্ঘ ২ বছর ধরে চলা একটি সিরিয়ালে (Serial) মাঝে এন্ট্রি নিয়েছেন অনেক নতুন অভিনেতা অভিনেত্রীরাই। অগ্নি তুলসীর ছেলে মেয়ের চরিত্রে দেখা গিয়েছে পরিচিত শিশুলিল্পীদের। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার ফলে অভিনেতা অভিনেত্রীরা সকলেই একটা পরিবারের মতো হয়ে উঠেছিলেন। শেষদিনে তাই সকলেরই মন ছিল ভারাক্রান্ত।

আরো পড়ুন : সেলফি তুলতে আসা তরুণীকে ধাক্কা বডিগার্ডের, পালটা দেব যা করলেন… প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের

নায়ক নায়িকাও হয়ে উঠেছিলেন বন্ধু

বিশেষ করে গুঞ্জন বলছে, একসঙ্গে কাজ করতে করতে বাস্তবেও নাকি মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছিল নায়ক নায়িকা বিপুল এবং সুদীপ্তার। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেননি তাঁরা। তবে গুঞ্জন বলছে, বাস্তবেও নাকি সম্পর্কে জড়িয়েছেন তাঁরা। শেষ দিনের শুটিংয়ে কেক কেটে, বিরিয়ানি খেয়ে হল মধুরেণ সমাপয়েৎ।

Serial

প্রসঙ্গত, এর আগে কালার্স বাংলা চ্যানেলে শেষ হয়েছে ‘সোহাগ চাঁদ’ সিরিয়ালটি। আগামীতে বেশ কয়েকটি ১০০ পর্বের সিরিয়াল এই চ্যানেলে শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর