স্বাধীন বাংলাদেশের নতুন হিড়িক, হুড়মুড়িয়ে পুলিশ আসছে ভারতে! কারণ জানলে হবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশ (Bangladesh) থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায় নেওয়ার পর থেকেই যেন সেখানকার সকলেই নিজেদের স্বাধীন মনে করছেন। যখন যেটা মনে চাইছে তখন সেটাই করছেন ওখানকার ক্ষমতাশালী সংগঠন। তবে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভারতকে কটাক্ষ ভাষায় আক্রমণ। শুধু তাই নয়, ভারত বিদ্বেষী মনোভাব এতটাই তীব্র হয়ে পড়েছে ওপার বাংলায়, যে রীতিমতো ভারতকে শত্রু মনে করতে শুরু করেছে।

ভারতে আসছে বাংলাদেশের (Bangladesh) পুলিশ:

তবে এদিকে ভারত ছাড়া বাংলাদেশের (Bangladeh) গতি নেই। বাংলাদেশের মন্দার বাজারে ভারতই খাদ্যের যোগান দিচ্ছে। তবে এরই মধ্যে আরো একটি খবর চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে ভারতে আসার হিড়িক জেগেছে বাংলাদেশীদের মধ্যে। শয়ে শয়ে বাংলাদেশী পুলিশ রীতিমতো উঠে পড়ে লেগেছে ভারতে আসার জন্য। কিন্তু কথা হচ্ছে হঠাৎ ভারতে আসার কারনটা কি? এর পিছনে কি কোন ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে?

বাংলাদেশীদের ভারতে আসার কারণ কি: সম্প্রতি বাংলাদেশ (Bangladesh) থেকে একটি খবর বারবার উঠে আসছে। জানা যাচ্ছে, তিন দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর ৫৫ জন পুলিশকে ভারতের যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করেছে। বিষয়টি এখানেই শেষ নয়। জানা গিয়েছে আরও ১০০ জন পুলিশ এখনো পর্যন্ত ছুটি মঞ্জুরের আবেদন জমা করেছে। যার ফলেই সন্দেহের দানা বাঁধতে শুরু করে।

Bangladesh Police coming in India.

সূত্র মারফত জানা যায়, এই ৫৫ জনের মধ্যে যারা ভারতে আসার সুযোগ পেয়েছেন, তারা হচ্ছেন পরিদর্শক, সার্জেন্ট, এসআই, এএসআই ও কনস্টেবল সহ বিভিন্ন আধিকারিকরা। তবে ভারতে আসার পিছনে তাদের মূল কারণ হচ্ছে চিকিৎসা। বর্তমানে ভারতের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত। আর প্রায় সময়, বাংলাদেশ থেকে বহু সংখ্যক লোক ভারতে আসেন চিকিৎসা করাতে। এবারও নাকি তারা চিকিৎসার জন্যই ভারতে আসছেন বলে শোনা যাচ্ছে। এই চিকিৎসা করার জন্য তাদের সর্বোচ্চ দুই মাস থেকে সর্বনিম্ন দশ দিন ছুটি মঞ্জুর করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: জল্পনাই হল সত্যি! অধিনায়কসহ ৩ অভিজ্ঞ খেলোয়াড়কে বিদায় জানাবে KKR, প্রকাশ্যে বড় আপডেট

একসঙ্গে এতজন আসছেন কেন: বিশিষ্ট মহলে দাবি করা হচ্ছে যে, এর আগেও চিকিৎসা করাতে ভারতে এসেছেন অনেক পুলিশ কর্মী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোকজন। কিন্তু কখনো একসাথে এত পুলিশ চিকিৎসা করাতে আসেননি। তবে এইসময় একসঙ্গে ঝাঁকে ঝাঁকে পুলিশ আসার বিষয়টি অনেকেই সন্দেহের চোখে দেখছেন। যদিও এই বিষয় বাংলাদেশ (Bangladesh) পুলিশের মহাপরিদর্শক মহম্মদ ময়নুল ইসলাম বলেন, “চিকিৎসার জন্য ভারতে যেতে যাঁদের অনুমতি দেওয়া হয়েছে, তা যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে। তবে বিষয়টি আমরা রি-চেক করব। যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা আবারও খতিয়ে দেখব।”

আরও পড়ুন: লাদাখে পিছু হটল চিনের সেনা! দীপাবলিতে করানো হবে মিষ্টিমুখ, এখন কেমন পরিস্থিতি সীমান্তের?

আসলে ভারত ও বাংলাদেশের (Bangladesh) সম্পর্ক বর্তমানে খুব একটা বন্ধুত্ব সুলভ নয়। বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এমনকি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিও যে খুব একটা শান্ত তাও নয়। যার ফলে বিশেষজ্ঞরা ভারতে বিপদের আঁচ লাগার আগেই সতর্ক করে দিচ্ছেন।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর