রুপোলি পর্দায় এবার ” মিতিন মাসি”,মুখ্য চরিত্রে কোয়েল

 

বাংলা হান্ট ডেস্ক: সেই দারোগা প্রিয়নাথ এর সময় থেকেই বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্পের অভাব নেই। ‘ফেলুদা’, ‘ব্যোমকেশ’, ‘কাকাবাবু’, ‘কিরিটি’ আরও কত। আবার এনারাই বিভিন্ন সময় উঠে এসেছেন টলি সিনেমার পর্দায়। তবে এখনও বাংলা সিনেমায় মহিলা গোয়েন্দা নিয়ে ছবি সেভাবে হয়নি। এবার পরিচালক অরিন্দম শীল বাংলা ছবিতে নিয়ে আসছেন মহিলা গোয়েন্দা ‘মিতিন মাসি’। মুখ্য ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে।

 

পরিচালক অরিন্দম শীল নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রকাশ করেছেন কোয়েলের ‘মিতিন মাসি’ লুক। কোয়েলের পরনে অফ হোয়াইট রঙের শাড়ি। মেরুন রঙের ব্লাউজ। আর চোখে বড় চশমা। সোশ্যাল মিডিয়ায় মিতিন মাসির লুক নিয়ে পরামর্শও চেয়েছিলেন পরিচালক। সুচিত্রা ভট্টাচার্যের গল্পের পাঠকদের কাছে পাওয়া মতামত অনুসারেই তিনি সাজিয়ে হয়েছে মিতিন মাসির চরিত্রটিকে। তবে সূত্রানুযায়ী এই ছবিতে তিন ধরনের লুকে পাওয়া যাবে ‘মিতিন মাসি’কে।

a7058 img 20190627 wa0007

ছবিতে মিতিন মাসির স্বামীর ভূমিকায় এবং বোনঝি টুপুরের ভূমিকায় দেখা যাবে শুভ্রজিত দত্ত ও রিয়া বণিককে।

সুচিত্রা ভট্টাচার্যের লেখা প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায়ের অনেক বাঙালিই পরিচিত। তবে সিনেমার পর্দায় তাকে তুলে আনার চেষ্টা এখনও পর্যন্ত কোনও পরিচালকই করেননি। সেক্ষেত্রে ‘মিতিন মাসি’ পর্দায় আনার প্রথম উদ্যোগ নিয়েছেন পরিচালক অরিন্দম শীলই। সুচিত্রা ভট্টাচার্যের ‘হাতে মাত্র তিনদিন’-এর গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।

সম্পর্কিত খবর