বিমানে ভুয়ো বোমাতঙ্কের খবর? তথ্য যাচাইয়ের জন্য নতুন কৌশল কেন্দ্রের 

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েকদিন ধরেই একের পর এক বোমাতঙ্ক (Bomb Threat) ছড়িয়েছে দেশীয় উড়ান সংস্থা গুলিতে। যদিও পরে দেখা গিয়েছে সমস্ত হুমকিই  ছিল ভুয়ো। রিপোর্ট বলছে গত দু সপ্তাহে মোট ৫০০-টিরও বেশি বিমানে বোমা থাকার হুমকি (Bomb Threat) ফোন পাওয়া গিয়েছে। কিন্তু বিমানে বোমা রাখার এত ভুয়ো  খবর আসছে কিভাবে? কোন উদ্দেশ্যে? তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

বোমাতঙ্কের (Bomb Threat) খবর যাচাইয়ের জন্য কেন্দ্রের নির্দেশিকা

বিমানে বোমা রাখার এত ভুয়ো খবর (Bomb Threat) ছড়ানোয় তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি। প্রশ্ন উঠছে বিমানে বোমা রাখার এত ভুয়ো খবরের (Bomb Threat) মধ্যে কোনটি কতটা  গুরুত্ব পাবে তা  নিয়েও। বিশেষ করে একের পর এক এই ধরনের ভুয়ো খবর আসায় তা নিয়ে তৈরী হচ্ছে ব্যাপক বিভ্রান্তিও। তাই এই সমস্যার সমাধান করতেই  এবার এক নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র ।

সম্প্রতি কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন (বিসিএএস)-এর তরফ থেকে এই বোমাতঙ্ক নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। প্রসঙ্গত এই সমস্ত ভুয়ো বোমাতঙ্কের ঘটনা  বিশ্লেষণ করে দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রেই এর  উৎস হল সোশ্যাল মিডিয়া।

সবচেয়ে মজার বিষয় হলো যে সমস্ত প্রোফাইল থেকে এই ধরনের হুমকি তথ্য পাওয়া গিয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে অধিকাংশ ব্যবহারকারীদের প্রোফাইলের নামের বদলে রয়েছে অদ্ভুত কিছু জিনিস। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এক্ষেত্রে সমাজমাধ্যমের ওই সমস্ত হ্যান্ডলের ধরণ বিবেচনা করে দেখার পরামর্শ দিয়েছে বিসিএএস।

খুঁটিনাটি অনেক বিষয়ের ওপর নজর দেওয়ার পাশাপাশি দেখতে হবে এই  ধরনের প্রোফাইল ব্যবহারকারীর নিজের নামে রয়েছে নাকি ওই জাতীয় কোনও বেনামি হ্যান্ডল, দেখে নিতে হবে। পাশাপাশি বিমানটির যাত্রাপথের  ভূরাজনৈতিক পরিস্থিতি কিংবা বিমানে কোন ভিআইপি রয়েছে কিনা সেই সমস্ত দিক-ও  খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বিসিএএস।

আরও পড়ুন : হাসিনার মেয়েকে পাশ কাটিয়ে সরাসরি WHO -কে চিঠি, বড় পদক্ষেপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের

বর্তমানে  বিমানে বোমাতঙ্ক ছড়ালে হুমকি তথ্য বিশ্লেষণ করার জন্য সংশ্লিষ্ট বিমানবন্দরে বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি আলোচনায় বসেন। বিসিএএসের প্রতিনিধি ছাড়াও এই কমিটিতে থাকেন সিআইএসএফের জওয়ানেরা, স্থানীয় থানার পুলিশকর্মীরা, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং উড়ান সংস্থার আধিকারিকেরা। এই আলোচনা থেকেই পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দিষ্ট তথ্য, অনির্দিষ্ট তথ্য এবং ভুয়ো তথ্য  বোমাতঙ্কগুলিকে মোট এই তিনটি ভাগে ভাগ করা হয়।
Bomb Threat
জানা যাচ্ছে গত দু’সপ্তাহে বিমানের বোমাতঙ্কগুলি বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট ধরন পাওয়া গিয়েছে। যা থেকে জানা যাচ্ছে একটি সমাজমাধ্যম হ্যান্ডল থেকেই একাধিক বিমানে বোমা রাখার তথ্য ছড়ানো হয়েছে। এতদিন এই ধরনের হুমকি তথ্যগুলিকে ‘নির্দিষ্ট তথ্য’ হিসাবে বিবেচনা করা হত। কিন্তু, এখন তদন্ত আরও জোরদার করতেই একাধিক বিষয়কে খতিয়ে দেখা হচ্ছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর