বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলি মানেই আলোর উৎসব। চারিদিকে রোশনাই, আকাশ ঝলমল করে রঙবেরঙের বাজিতে। এই আবহে এবার ফানুস নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। উৎসবের মরসুমে বিপদ এড়াতে ফানুস ওড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা বসানো হল।
ফানুসে ‘না’ কলকাতা পুলিশের (Kolkata Police)!
২০২৩ সালে কালীপুজোর আবহে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী ছিল কলকাতা। পরবর্তীতে দমকল বিভাগের অভ্যন্তরীণ রিপোর্টে জানা যায়, এই তিনটি অগ্নিকাণ্ডের নেপথ্যে ছিল জ্বলন্ত ফানুস! যা অন্য জায়গা থেকে উড়ে এসেছিল এবং অগ্নিকাণ্ড ঘটিয়েছিল। দমকল বিভাগের তরফ থেকে এই বিষয়ে লালবাজার (Lalbazar) কর্তৃপক্ষকে জানানো হয়। সেই ঘটনাগুলির দিকে নজর রেখে এবার ফানুসে ‘না’ বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
চলতি বছর শহরের প্রধান এবং বড় বাজির বাজারগুলিতে ফানুস বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীদের একাংশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। দীপাবলির আবহে যাতে বড় রকমের কোনও দুর্ঘটনা না ঘটে, সেই কারণে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ২০২৫ সাল থেকেই…! পঞ্চম শ্রেণি নিয়ে বিরাট সিদ্ধান্ত! নয়া বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের
দমকল এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ফানুস জ্বালিয়ে একবার উড়িয়ে দেওয়ার পর আর কোনও নিয়ন্ত্রণ থাকে না। সেটা কোন দিকে যাবে, কোথায় গিয়ে পড়বে, কতক্ষণ জ্বলবে, সবটাই হাতের বাইরে চলে যায়। এছাড়া ফানুস (Lantern) ওজনে হালকা। ফলে একটু হাওয়া দিলেই তা দ্রুত দিক পরিবর্তন করে ফেলে। এরপর সেটি কোথায় যাবে তা কেউই বলতে পারে না।
রকেট জ্বালিয়ে উড়িয়ে দেওয়ার পরেও নিয়ন্ত্রণে খানিকটা সমস্যা থাকে। তবে বারুদ শেষ হয়ে গেলে সেটা সম্পূর্ণ নিভে যায়। তাই সেখান থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনা কম। তবে ফানুস একবার জ্বালিয়ে দিলে তা কতক্ষণ জ্বলবে, সেটা বলা যায় না। এছাড়া এর বহিরাংশ কাপড় কিংবা কাগজের তৈরি হয়। যে কারণে নীচে জ্বলতে থাকা আগুন সহজেই ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বহুবার আকাশে দেখা যায়, দাউদাউ করে ফানুস জ্বলছে। এমতাবস্থায় সেটা নীচে পড়লে অগ্নিকাণ্ডের সম্ভাবনা তৈরি হয়।
পুলিশের কথায়, এভাবে জ্বলন্ত ফানুস পেট্রোল পাম্প কিংবা কোনও পুজো মণ্ডপে গিয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সব দিকে নজর রেখে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। পুজোর মধ্যে যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে সেটা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।