কালীপুজোয় বৃষ্টির পূর্বাভাস! ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? শীত নিয়ে কী বলছে হাওয়া অফিস

বাংলা হান্ট ডেস্কঃ কালীপুজোর দিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলা। ভারী বৃষ্টি না হলেও সামান্য দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে জানানো হয়েছে, সপ্তাহান্তে আবহাওয়া বদল হতে পারে। যা শীতের আগমনের সংকেত দিচ্ছে (Weather Update)।

  • ভাইফোঁটায় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া (South Bengal Weather)?

আজ দক্ষিণবঙ্গের (South Bengal) হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামীকাল দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে সামান্য বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। তবে একটানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।

শুক্রবার অবধি অল্পবিস্তর বৃষ্টিপাতের (Rainfall Alert) সম্ভাবনা থাকলেও, শনিবার থেকেই রাজ্যের ‘হাওয়া বদল’ হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেদিন থেকে রাজ্যে শুষ্ক আবহাওয়া শুরু হবে বলে জানানো হয়েছে। ফলে একদিকে আকাশ যেমন পরিষ্কার থাকবে, তেমনই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও হ্রাস পাবে বলে খবর। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে।

আরও পড়ুনঃ ডিসেম্বরেই লক্ষ্মীলাভ! এই প্রকল্পে মোটা টাকা দেবে রাজ্য সরকার! কাদের অ্যাকাউন্টে ঢুকবে?

এদিকে কালীপুজোয় দক্ষিণবঙ্গের ৮টি জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও ভাইফোঁটায় আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে। রবিবার শহর কলকাতায় বর্ষণের কোনও সম্ভাবনা নেই বলে আপাতত জানানো হয়েছে। ভাইফোঁটার দিন মূলত শুষ্ক আবহাওয়া, মেঘমুক্ত আকাশ থাকবে বলেই খবর।

South Bengal weather forecast

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল থেকে দিনাজপুর এবং মালদহে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর আস্তে আস্তে কোচবিহার, জলপাইগুড়ির আবহাওয়াও শুষ্ক হতে শুরু করবে। তবে নভেম্বরের প্রথম সপ্তাহ অবধি দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর