সুসংবাদ! কলকাতার মতোই উত্তরবঙ্গে চলবে আন্ডারওয়াটার মেট্রো, প্রস্তুতি একেবারে তুঙ্গে

বাংলা হান্ট ডেস্ক: আপনাকে যদি বলা হয় বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এক একজন এক এক রকমের মতামত প্রকাশ করবেন। তবে পারতপক্ষে, বিজ্ঞান কিন্তু মানুষের জীবনে আশীর্বাদ রূপেই কাজ করে। এই বিজ্ঞানের আশীর্বাদে আজ কত কিছু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। ইন্টারনেট থেকে শুরু করে, মোবাইল, ল্যাপটপ কত বহুমূল্যবান আবিষ্কার। শুধু তাই নয়, আজ এই বিজ্ঞানের হাত ধরে চন্দ্র অভিযান সম্ভব হয়েছে। আর এবার দীপাবলির দিন বাঙ্গালীদের জন্য রইল সুসংবাদ। উত্তরবঙ্গতে তৈরি হবে আন্ডারওয়াটার মেট্রো (Underwater Metro)।

 উত্তরবঙ্গেও চলবে আন্ডারওয়াটার মেট্রো (Underwater Metro)

হ্যাঁ ঠিকই শুনছেন, কলকাতার পর এবার পাহাড়ি জেলায় জলের তলা (Underwater Metro) দিয়ে ছুটবে মেট্রো। পর্যটন কেন্দ্রকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে এই উদ্যোগ। ইতিমধ্যেই এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে উত্তেজনা। তবে হ্যাঁ, খবরটি শুনে এখনই লাফাবেন না এতেও রয়েছে বিরাট টুইস্ট।

উত্তরবঙ্গতে আন্ডারওয়াটার মেট্রো:

আপনাদের জানিয়ে রাখি, এই মেট্রো তৈরি হলেও কোন মানুষ এই মেট্রোতে চড়তে পারবেন না। না এটা কোন ভিআইপি ব্যক্তিদের জন্য নয়। আসলে এই মেট্রো তৈরি হচ্ছে কালীপুজোর জন্য। অর্থাৎ কালীপুজো উপলক্ষে প্যান্ডেলের থিম। বাঙালিরা পুজোর সময় প্যান্ডেলের থিম তুলতে ওস্তাদ। এর আগে একবার দুর্গা পুজোতে, কলকাতার বিখ্যাত দুর্গাপুজো মুখার্জি পার্কে আন্ডারওয়াটার মেট্রো (Underwater Metro) থিম হয়েছিল। আর এবার কালীপুজো উপলক্ষ্যেই জলপাইগুড়ির একটি পুজো কমিটি সকলকে চমক দিচ্ছে। দেখে বুঝতেই পারবেন না এটি আসলে ঠিক থিম কিনা।

আরও পড়ুন : হাসিনা সরকারের পতনের পর, গণ অভ্যুথান! প্রত্যেকটি মৃত্যুর তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত রাষ্ট্রসংঘের

জলপাইগুড়ির আন্ডারওয়াটার মেট্রো থিম:

তথ্যসূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির ময়নাগুড়িতে এবার জাগরণী ক্লাব কর্তৃপক্ষের তরফে থিম গড়ার কাজে দুর্দান্ত প্ল্যান করা হয়েছে। ক্লাবের আধিকারিকেরা জানিয়েছেন, মণ্ডপের ভেতরে প্রবেশ করলেই অনুভব করতে পারবেন আপনি জলের তলায় মেট্রোতে চড়ছেন। থিমের মাধ্যমে আনা হয়েছে, দক্ষিণবঙ্গের সেই গঙ্গার ভেতর দিয়ে মেট্রো চড়ার আসল অনুভূতি। জানা যাচ্ছে, প্ল্যাটফর্মে বসার জায়গা থেকে শুরু করে, চলমান সিড়ি, রুট চার্ট সবই থাকছে এই থিমে। শুধু তাই নয়, একইসাথে মেট্রোর ভেতর যেমন ঠান্ডা পরিবেশ থাকে, তেমনি পরিবেশ তৈরি করা হয়েছে।

Under Water Metro

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রতিমা দর্শন করতে পারবেন এই ট্রেনে চেপে। জলে ভাসমান অবস্থায় থাকবে মায়ের প্রতিমা। উত্তরবঙ্গের দর্শনার্থীরা এই মন্ডপ ভুলেও মিস করবেন না। গঙ্গার আন্ডার ওয়াটার মেট্রোতে না চড়লে কি হয়েছে, কালীপুজোর থিম আন্ডারওয়াটার মেট্রোর (Underwater Metro) দৃশ্য উপভোগ করুন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর