‘কাটমানি হল মমতার মানিব্যাক পলিসি’ : বিস্ফোরক বিজেপি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ‘জনতা এখন জেনে গেছে কাটমানি আসলে একটা মানিব্যাক পলিসি’ মন্তব্য করলেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।

আজ সকালে নিউটাউনের কাছে যাত্রাগাছিতে ভেঙে দেওয়া হয় BJP-র একটি দলীয় কার্যালয়। কোনরকম নোটিশ না দিয়ে রাতের অন্ধকারে এই কাজ করে হয়েছে, বলে অভিযোগ BJP’র। ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ দেখায় HIDCO-র অফিসের সামনে। বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড দেয় পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। শেষমেষ HIDCO’র চেয়ারম্যানকে একটি ডেপুটেশন জমা দিয়ে বিক্ষোভকারিরা সেখান থেকে চলে যান।

বিক্ষোভ চলাকালীনই BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় কাটমানি ইশু নিয়েও তোপ দাগেন, তিনি বলেন, “জনতা এখন জেনে গেছে কাটমানি আসলে একটা মানিব্যাক পলিসি। যা মুখ্যমন্ত্রী চালু করেছেন। এরপর মানুষ দলে দলে কালীঘাটে কাটমানির টাকা ফেরত নিতে যাবেন।”

X