বাংলা হান্ট ডেস্ক: সঠিকভাবে পড়াশোনার মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ করতে কে না চান? বরং, সেই লক্ষ্যেই কঠোর পরিশ্রম করে চলেছেন হাজার হাজার পড়ুয়া। যদিও, প্রায়শই দেখা যায় যে পরিশ্রম করে গেলেও সঠিক গাইডেন্স এবং সঠিক দিকনির্দেশের অভাবে অনেকেই সফলতা অর্জন করতে পারেন না। বা, কোনও মতে সফলতার চাবিকাঠি পেলেও তাতে সময় লেগে যায় অনেকটাই। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি প্রতিষ্ঠানের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি ইতিমধ্যেই হাজার হাজার পড়ুয়ার স্বপ্ন পূরণ করতে উদ্যোগী হয়েছে। মূলত, আজ আমরা আপনাদের কাছে জানাব BSSEI-এর প্রসঙ্গে।
স্বপ্নপূরণ করছে BSSEI:
যেটি ইতিমধ্যেই রাজ্যের একটি অন্যতম সফল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র কয়েক বছরের মধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি (BSSEI)। যেটির হাত ধরে কয়েকশ ক্যান্ডিডেট ইতিমধ্যেই পিএইচডিতে সফল হয়ে প্রফেসর হিসেবে কলেজে যোগদান করেছেন।
এমতাবস্থায়, প্রথমেই প্রশ্ন উঠতে পারে যে BSSEI-এর পুরো নামটি কি? জানিয়ে রাখি যে, এই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে বড় চমক। এই প্রসঙ্গে BSSEI-এর কর্ণধার অমিত স্যার জানিয়েছেন যে, “BSSEI-এর পুরো নাম হল ভারতীয় সংস্কৃত সংস্কৃতি এডুকেশনাল ইনস্টিটিউ। মূলত, সংস্কৃত বিষয়কে সামনে রেখে এই প্রতিষ্ঠান শুরু করা হয়। তখন এটির নাম ছিল ‘সংস্কৃত সংস্কৃতি’। পরবর্তীকালে এই নাম পরিবর্তন করা হয়।” তিনি আরও জানান, “প্রথমে NET এবং SET পরীক্ষাকে লক্ষ্য করেই শুরু হয়েছিল পড়ানো। বর্তমানে বাংলা, ইংরেজি, এডুকেশন, ইতিহাস, ভূগোল সহ মোট ৮ টি বিষয়ে পড়ুয়াদের গাইডেন্স দেওয়া হচ্ছে। এছাড়াও SLST সহ আরও একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতির সুযোগ থাকছে এই শিক্ষা প্রতিষ্ঠানে।”
আরও পড়ুন: শুরু হবে আসল খেলা! এবার “হিমালয়”-এর দিকে নজর পড়ল আদানির, পরিকল্পনা জানলে চমকে যাবেন
জানিয়ে রাখি, TET পরীক্ষার্থীরাও এই প্রতিষ্ঠানে প্রস্তুতির সুযোগ পাবেন। ২০২২ সালে BSSEI থেকে ৬০০ জন TET পরীক্ষায় সফল হয়েছেন বলে জানা গিয়েছে। আর এইভাবেই একের পর এক পরীক্ষায় বিপুল সফলতার মাধ্যমে স্বমহিমায় এগিয়ে চলেছে BSSEI। ২০১৭ সালে যেখানে মাত্র ২০ জনকে সঙ্গে করে পথচলা শুরু হয়েছিল সেখানে আজ পড়ুয়া সংখ্যা পৌঁছে গিয়েছে আড়াই হাজারে। শিক্ষার্থীদের সুবিধার্থে এই প্রতিষ্ঠানেই রয়েছে বিশাল লাইব্রেরি।
আরও পড়ুন: মুম্বাই টেস্টের আগে বড় ধাক্কা খেল ভারত! দল থেকে বাদ পড়লেন এই তারকা খেলোয়াড়, সামনে এল কারণ
এদিকে, এই প্রতিষ্ঠান থেকে সফল হওয়া পড়ুয়ারাও ভূয়সী প্রশংসা করেছেন BSSEI এবং অমিত স্যারের। তাঁরা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে তাঁদের সফলতার পেছনে এবং জীবন পাল্টে দেওয়ার মূল কারিগর হিসেবে কাজ করেছেন অমিত স্যার। পড়ুয়াদের চাহিদার কথা মাথায় রেখেই বর্তমানে অনলাইন মাধ্যমেও পাঠদান করছে BSSEI। আগ্রহী শিক্ষার্থীরা এই শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট bssei.in থেকে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এর পাশাপাশি যোগাযোগ নম্বর হল: ৮৭৭৭২৭৯৫৪৮।
Name – SAMSKRITA SAMSKRITI EDUCATIONAL INSTITUTE PRIVATE LIMITED (BSSEI)
Address – 27, Pal Ghat Lane, Belur, Howrah, West Bengal 711202(5-minute walk from Lalbaba College and near Pal Nursery)
Contact Number – 8777279548