উৎসবের দিনেও চলল গুলি! যোগীরাজ্যে কুপিয়ে খুন সাংবাদিক, আহত BJP নেতা

বাংলা হান্ট ডেস্ক : আজ দেশজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে দীপাবলি। দীপাবলি মানেই আলোর উৎসব। আলো জ্বালিয়ে, বাজি পুড়িয়ে উৎসবে মাতোয়ারা গোটা দেশবাসী। এই উৎসবের দিনে আলোর মেলায় সেজে উঠেছে যোগী রাজ্যে উত্তরপ্রদেশের অযোধ্যা ভূমি।  সেখানে ধুমধাম করে পালন করা হচ্ছে রামমন্দিরের রামলালার প্রথম দীপোৎসব।

কুপিয়ে খুন (Murder Case) সাংবাদিককে

অন্যদিকে এই একইরাজ্যে উৎসবের দিনেই ঘটে গেল এক  চাঞ্চল্যকর খুনের ঘটনা (Murder Case)। বুধবার রাতে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন (Murder Case) করা হলো এক সাংবাদিককে। বুধবার রাতে সবে বন্ধু তথা বিজেপি নেতা শাহিদ খানের সাথে খাবার খেতে বসেছিলেন ওই সাংবাদিক। কিন্তু খাবার শেষ হওয়ার আগেই দুষ্কৃতীদের হাতে খুন (Murder Case) হতে হল ওই সাংবাদিককে।

গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে ওই মৃত সাংবাদিকের নাম দিলীপ সাইনি l কিন্তু বুধবার রাতে আচমকা বাড়িতে এসে তাকে কেন এভাবে খুন করা হল?` এই খুনের সাথে যুক্ত রয়েছে কারা? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান হত্যা কারীদের আগে থেকেই চিনতেন মৃত সাংবাদিক। তাদের মধ্যে কোন ঝামেলার কারণেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন : এবার কূলতলি! মূক ও বধির মহিলাকে ধর্ষণ, TMC-র বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

ঠিক কি ঘটেছিল বুধবার রাতে?

ওই ঘটনার সময় সাংবাদিকের সাথে উপস্থিত তার বন্ধু তথা বিজেপি নেতা শাহিদ খান জানিয়েছেন বুধবার রাতে তারা একসঙ্গেই খাবার খেতে বসেছিলেন। এমন সময় বেজে উঠেছিল সাংবাদিকের ফোন। তিনি  ফোন ধরার কয়েক মিনিটের মধ্যেই একদল দুষ্কৃতীর দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। আর ঘরে ঢুকেই তারা দিলীপের  ওপর এলোপাথাড়ি ছুরির কোপ বসাতে থাকে।

Murder Case

বন্ধু শাহিদ খান তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও আঘাত করে আততায়ীরা। এমনকি তাদের ভয় দেখাতে কয়েক গ্রাউন্ড গুলিও ছোঁড়া হয় বলে অভিযোগ। তারপরেই গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন আশেপাশের লোকজন। তারাই রক্তাক্ত অবস্থায় সাংবাদিক আর ওই  বিজেপি নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় সাংবাদিকের। অন্যদিকে আহত বিজেপি নেতা ভর্তি রয়েছেন হাসপাতালে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর