একটি বিশেষ প্রকল্প হলো ‘সহমর্মী’ জানুন

ইন্দ্রানী সেন, বাঁকুড়া: আবারও বাঁকুড়ায় ‘সহমর্মী’ জেলাশাসক। জেলা প্রশাসনের একটি বিশেষ প্রকল্প হলো ‘সহমর্মী’। বাঁকুড়া জেলাশাসক হবার পর ডাঃ উমাশঙ্কর এস এই বিশেষ প্রকল্পের সূচনা করেন।
যেখানে জেলাশাসক, সংশ্লিষ্ট মহকুমা শাসক, বিডিও এবং জেলাপ্রশাসনের শীর্ষ আধিকারিকারিকরা সরাসরি জেলার বিভিন্ন প্রান্তে উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন। ভোট ঘোষণার পর সেই কর্মসূচী বন্ধ হয়ে যায়। ফের এদিন সেই কর্মসূচী শুরু হলো।

বুধবার বিকেলে বাঁকুড়া জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এসের নেতৃত্বে এক প্রতিনিধি দল বাঁকুড়ার তালডাংরার বিবড়দা গ্রাম পঞ্চায়েতের মহদা গ্রামে গিয়ে মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন। জেলাপ্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। গ্রামবাসীরা একদম কাছ থেকে জেলাশাসককে গ্রামে পেয়ে একশো দিনের কাজ থেকে বিদ্যুৎ, রাস্তাঘাট, পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে যতো দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে সংশ্লিষ্ট সকলেই খুশি।এদিন জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার কোটেশ্বর রাও, খাতড়ার মহকুমা শাসক রাজু মিশ্র প্রমুখ।

ea08f d8753c19 6694 4558 8a89 aa225b63b8d9জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস বলেন,” মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামে গ্রামে গিয়ে এই প্রকল্প নিয়ে যাওয়া হবে। আপাতত মাসে একটি গ্রামে যাওয়া হবে যেমন ঠিক হয়েছে, তেমনি সপ্তাহে প্রতি সোমবার জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিও অফিসে গণ অভিযোগ দিবস পালন করা হবে। মহদা গ্রামের মানুষের একশো দিনের কাজ, ডিজিট্যাল রেশন কার্ড ও বিদ্যুৎ সমস্যার অভিযোগ রয়েছে। তা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করা হবে।”

সম্পর্কিত খবর