‘আই হেট সুইটস’ থেকে ‘আই হেট লাইস’, মিত্তির বাড়ি-র প্রোমো শেয়ার করে আদৃতের বার্তা, ‘শিরদাঁড়া সবসময়…’

বাংলাহান্ট ডেস্ক : অপেক্ষা ছিল অনেক দিনের। আদৃত রায়ের (Adrit Roy) আবারো ছোটপর্দায় ফেরার খবর মিলতেই দিন গোনা শুরু করেছিলেন অনুরাগীরা। দুদিন আগেই প্রকাশ্যে আসে আদৃত (Adrit Roy) এবং পারিজাত চৌধুরী জুটির আসন্ন সিরিয়াল ‘মিত্তির বাড়ি’র প্রথম লুক। আর এবার সামনে এল সিরিয়ালের বহু প্রতীক্ষিত প্রোমো।

প্রকাশ্যে আদৃতের (Adrit Roy) সিরিয়ালের প্রোমো

আদৃতের (Adrit Roy) প্রথম সিরিয়াল ‘মিঠাই’তে তাঁর চরিত্রটি ছিল ‘অ্যাংরি ইয়াং ম্যান’ এর। মিত্তির বাড়ির প্রোমো যেন উসকে দিল সেই নস্টালজিয়া। এখানেও গল্প বনেদি যৌথ পরিবারের। তবে পরিবারের এক ছেলে বিক্রি করে দিতে চায় বাড়ি। তাঁর বিরুদ্ধে গিয়ে বাড়ির সকলকে একজোট করবে ধ্রুব এবং জোনাকি অর্থাৎ আদৃত (Adrit Roy) এবং পারিজাত।

আরো পড়ুন : শরীরে ক্যানসারের বাসা, মাঝপথেই ছাড়তে হয় কাজ, নতুন জীবন পেয়ে নতুন সিরিয়ালে ফিরছেন চণ্ডীদাস কুমার

ইতিমধ্যেই ভাইরাল প্রোমো

প্রোমো থেকে আভাস পাওয়া যায়, মিত্তির বাড়িতে আদৃতের (Adrit Roy) চরিত্রটি সম্ভবত একজন আইনজীবীর। তবে জোনাকি ওরফে পারিজাতের সঙ্গে এই পরিবারের কী সম্পর্ক তা স্পষ্ট হয়নি প্রোমোতে। মাত্র কয়েক ঘন্টায় ১ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে প্রোমোটি।

আরো পড়ুন : জগদ্ধাত্রী-নিম ফুলের টানাটানির মাঝেই ঘটে গেল অঘটন! মাত্র তিন মাসেই বিদায় জি-এর এই সিরিয়ালের

প্রোমো শেয়ার করে বার্তা আদৃতের

প্রোমো ভিডিওটি শেয়ার করে আদৃত (Adrit Roy) লিখেছেন, ‘যাই হয়ে যাক না কেন, শিরদাঁড়া সবসময় সোজা রাখতে হয়। ধন্যবাদ রাখি ম্যাম আমার জন্য আবারো একটি সুন্দর চরিত্র তৈরি করার জন্য। আপনার হাত ধরে টেলিভিশনের জগতে ফেরার থেকে ভালো আর কিছুই হতে পারে না। এন আইডিয়াজ, পারমিতা ম্যাম, শিল্পী ম্যামকে ধন্যবাদ আমাকে আবার সোনার সংসারে ফেরানোর জন্য। আমার বঙ্গললনারা যে সমর্থন আমাকে করেছে শুধুমাত্র তার জন্যই আবার পর্দায় ফেরা। আমাকে হৃদয়ে রাখার জন্য ধন্যবাদ। আরো ভালো হওয়ার জন্যই এই লম্বা বিরতি নেওয়া। শুভ দীপাবলি’।

Adrit Roy

প্রসঙ্গত, জি বাংলায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে আরো একটি নতুন সিরিয়াল ‘পরিণীতা’। এই ধারাবাহিকের হাত ধরেই নায়কের চরিত্রে দেখা যাবে উদয় প্রতাপ সিং কে। আগামী ১১ নভেম্বর থেকে রাত আটটার স্লটে দেখা যাবে এই সিরিয়ালটি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর