দেশে ফিরল এক লক্ষ কেজি সোনা! হলুদ ধাতু নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের

বাংলা হান্ট ডেস্ক : বহু প্রাচীনকাল থেকেই সোনা (Gold) অত্যন্ত  মূল্যবান সম্পদ। তাই সোনা (Gold) শুধু অলংকার হিসাবেই নয় ভবিষ্যতের সঞ্চয়ও। প্রত্যেকদিন নানান ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে ওঠানামা করে সোনার (Gold) দাম। তবে দাম বাড়লেও অনেকেই চড়া দামে কিনছেন সোনা। তাই সোনার দোকানে লেগেই রয়েছে মানুষের আনাগোনা।

ইংল্যান্ড থেকে সোনা (Gold) ফিরিয়ে আনল রিজার্ভ ব্যাঙ্ক

তাছাড়া এখন কোন বিশেষ দিন কিংবা উৎসবের দিন নয়, প্রায় সারা বছর ধরে লেগেই রয়েছে সোনার কেনাবেচা। আর  সদ্য গিয়েছে ধনতেরাস। এই ধনতেরাস উপলক্ষ্যেও ধুম পড়ে যায় সোনা কেনার। অন্যদিকে এই ধনতেরাসের সময়েই বিদেশ থেকে ভারতে সোনা ফিরিয়ে আনছে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক।

জানা গিয়েছে সম্প্রতি থেকে ইংল্যান্ড থেকে ১০২ টন অর্থাৎ ১ লক্ষ কেজির কাছাকাছি সোনা ফিরিয়ে আনা হয়েছে। সুরক্ষার জন্যই সোনা এতদিন এই সোনা গচ্ছিত রাখা ছিল লন্ডনের ব্যাংকে। যা এবার থেকে দেশের মধ্যেই কোনো সুরক্ষিত জায়গায় রাখা থাকবে। প্রসঙ্গত আরবিআই রিপোর্ট বলছে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতবর্ষে  সোনার পরিমান ছিল ৮৫৫ টন। 

এর মধ্যে ভারতেই রয়েছে ৫১০ টন সোনা। সুরক্ষার জন্য বিদেশে ভল্টে সোনা গচ্ছিত রাখা হয়। কিন্তু ধীরে ধীরে আন্তর্জাতিক ক্ষেত্রে চিন্তা বাড়াচ্ছে  ভূ-রাজনৈতিক পরিস্থিতি। তাই এবার দেশের সোনা দেশেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  বিশেষজ্ঞদের মতেও এখন দেশের সোনার দেশে রাখাই বেশি ভালো বলে হবে।

আরও পড়ুন : হাসিনা সরকারের পতনের পর, গণ অভ্যুথান! প্রত্যেকটি মৃত্যুর তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত রাষ্ট্রসংঘের

কয়েক বছর আগেই মোদী সরকার রিজার্ভ ব্যাঙ্ককে ইংল্যান্ডের ভল্ট থেকে দেশে সোনা ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করতে বলেছিল। সালটা ছিল ২০২২, এই বছরের সেপ্টেম্বর মাস থেকেই ভারতে সোনা ফিরিয়ে নিয়ে আসা প্রক্রিয়া শুরু হয়। চলতি বছরের মে মাসেই ১০০ টন সোনা আনা হয়েছিল বিদেশ থেকে।  

Gold

প্রসঙ্গত, গত পাঁচ বছরে ভারত ২০৩.৯ মেট্রিক টন সোনা কিনেছে। তার মধ্যে কিছুটা মজুত আছে রিজার্ভ ব্যাঙ্কে আর কিছু পরিমাণ সোনা রাখা হয়েছে বিদেশের ব্যাঙ্কে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর বিশেষ বিমানে করে বিদেশ থেকে ভারতে সোনা ফিরিয়ে আনা হচ্ছে। তবে জানা গিয়েছে বিগত পাঁচ বছরে ভারত মোট ২০৩.৯ মেট্রিক টন সোনা কিনেছে। যার  মধ্যে কিছুটা মজুত রয়েছে রিজার্ভ ব্যাঙ্কে আর কিছু পরিমাণ সোনা রাখা হয়েছে বিদেশের ব্যাঙ্কে। 


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর