কেন্দ্রের অনুদান পেতে মরিয়া রাজ্য! দ্রুত ‘জিয়ো ট্যাগ’ সম্পন্ন করার নির্দেশ নবান্নের

বাংলা হান্ট ডেস্ক : আবাস যোজনা কিংবা একশো দিনের কাজে ক্ষেত্রে কেন্দ্রের বরাদ্দের জট এখনো অব্যাহত। তাই এই পরিস্থিতিতে নতুন করে আর কোনো জটিলতা তৈরী হতে না দিতে মরিয়া রাজ্য সরকার (Nabanna)। প্রসঙ্গত একশো দিনের কাজে কেন্দ্রের বরাদ্দ না পেয়ে নিজস্ব কোষাগার থেকেই জব-কার্ড থাকা উপভোক্তাদের কাজ দেওয়ার দাবি করেছে রাজ্য (Nabanna)।

কেন্দ্রের অনুদান পেতে বড় পদক্ষেপ নবান্নের (Nabanna)

এছাড়াও আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ না পেয়ে সেই প্রকল্পও নিজেদের টাকায় করবেন বল ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় এইভাবে দিনের পর দিন কেন্দ্রের টাকা না পাওয়ায়  তা রাজ্যগুলির ওপর  বাড়তি আর্থিক চাপ তৈরি করছে । তাই এবার সংখ্যালঘু এলাকায় পরিকাঠামো উন্নয়নের মতো প্রকল্পেও কেন্দ্রের অনুদান না পাওয়া গেল রাজ্যের আর্থিক সমস্যা আরও বাড়বে বই কমবে না।

এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব কেন্দ্রের সমস্ত অনুদান পেতে কড়া  সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতে কেন্দ্রের অনুদান নিয়ে যাতে আর কোনো  জটিলতা তৈরি না হয় তার জন্যই এবার রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সাথে যত দ্রুত সম্ভব জিও ট্যাগের ব্যবহার সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।

কিন্তু প্রশ্ন হল জিও ত্যাগ কি? সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, গতিপ্রকৃতি যাচাইয়ে ব্যবহার করা হয় একধরনের ডিজিটাল ট্যাগ। এই ডিজিটাল ট্যাগ-এর মাধ্যমে ছবির ভৌগোলিক অবস্থান বোঝানোর প্রযুক্তিকে বলা হয় ‘জিও ট্যাগিং’। প্রসঙ্গত প্রশাসনিক সূত্রে খবর, আবাস বা একশো দিনের কাজে কেন্দ্রের বরাদ্দ ঘিরে যে জট তৈরি হয়েছে, তা এবার এই প্রকল্পের ক্ষেত্রও দেখা দিতে পারে। তাই এবার আর কোনো ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার (Nabanna)।

ওই প্রকল্পে এতদিন পর্যন্ত পরিকাঠামো তৈরির যত কাজ হয়েছে, প্রত্যেক জেলা প্রশাসনকে তাতে যত দ্রুত সম্ভব ‘জিয়ো-ট্যাগ’ করার নির্দেশ দিয়েছে নবান্ন। কারণ এই জিও ট্যাগিংয়ের কাজ সম্পন্ন না হলে কেন্দ্রীয় বরাদ্দ পেতে আবারও জটিলতা তৈরি হতে পারে। জানা যাচ্ছে আগে, এই প্রকল্পটি ‘মাল্টি সেক্টোরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এমএসডিপি) নামে পরিচিত ছিল। যা এখন পরিচিত প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম (পিএমজেভিকে) নামে। এখন নামের সাথে সাথেই বেড়েছে এই প্রকল্পের পরিধি।

আরও পড়ুন : অবিশ্বাস্য হারে দাম কমল ভারতীয় মুদ্রার! ডলারের নিরিখে কতটা হল মূল্যহ্র্রাস?

প্রশাসনিক সূত্র মারফত খবর, কেন্দ্রীয় সরকারের অনুদানভুক্ত যে কোনো পরিকাঠামো কিংবা প্রকল্পে জিয়ো-ট্যাগ বাধ্যতামূলক। অর্থাৎ, সরকারি অর্থে পরিকাঠামো তৈরি হলে অক্ষাংশ-দ্রাঘিমাংশ নির্দিষ্ট করে সরকারি ওয়েবসাইটে তার প্রমাণ আপলোড করা বাধ্যতামূলক। এই প্রকল্পের ক্ষেত্রে রাজ্যের সেই কাজ অনেকটা বাকি ছিল।

Nabanna 1

এপ্রসঙ্গে এক জেলা-কর্তা জানিয়েছেন, প্রায় এক বছর  ধরে এই প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ অনিয়মিত। তাই এই পরিস্থিতিতে প্রশাসনের সর্বোচ্চ মহলের এই নির্দেশ থেকে একথা স্পষ্ট  জিয়ো-ট্যাগের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কেন্দ্রের ভাগের টাকা পাওয়া মুশকিল। মূলত এক্ষেত্রে  আবাস যোজনা আর  একশো দিনের কাজের পরিণতি দেখে ঝুঁকি নিতে নারাজ রাজ্য ন। সরকারের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘প্রকল্পের যাবতীয় শর্ত মানা হচ্ছে। জিয়ো-ট্যাগের কাজও চলছে দ্রুত। নজরও রাখা হচ্ছে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর