বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মধ্যেই ধাক্কা! মাসের প্রথম দিন এক ধাক্কায় দাম বাড়লো রান্নার গ্যাসের (Liquefied Petroleum Gas)। ফের একবার বাড়ল রান্নার গ্যাসের দাম (LPG Gas)। আজ পয়লা নভেম্বর থেকে দেশজুড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে আরও বেশি টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। যার জেরে আরও অস্বস্তি বাড়ল আম জনতার।
জানিয়ে রাখি, মাসের শুরুর দিনই সিলিন্ডার পিছু ৬১ টাকা দাম বাড়ল ১৯ কেজির এলপিজি-র। অর্থাৎ এই নিয়ে পরপর টানা ৪ মাস গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। সিলিন্ডার পিছু ৬১ টাকা করে দাম বৃদ্ধি পেল বাণিজ্যিক (Commercial) গ্যাস সিলিন্ডারের। আজ, ১ নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে। অর্থাৎ, এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১৯১১ টাকা ৫০ পয়সা।
তবে মধ্যভিত্তের হেঁসেলে বাড়তি চাপ আসেনি। ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে। ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য একই রয়েছে। ৮২৯ টাকাতেই মিলবে। উল্লেখ্য, গৃহস্থের বাড়িতে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়। আর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার হোটেল-রেস্তোরাঁর কাজেই মূলত ব্যবহার করা হয়।
এবার থেকে ৬১ টাকা দাম বেড়ে কলকাতায় ১৯ কেজির নতুন বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৯১১.৫০ টাকা। দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮০২ টাকা। চেন্নাইয়ে আজ থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ১৯৬৪.৫০ টাকা। আর মুম্বইয়ে নতুন সিলিন্ডারের দাম বেড়ে ১৭৫৪.৫০ টাকা হল।