ভোটের মুখে বড় ধাক্কা কংগ্রেসে! হাত ছেড়ে BJP-তে যোগ দিলেন সাড়ে চার দশকের পুরনো নেতা

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এখন হাওয়া গরম মহারাষ্ট্রের। সম্মুখ সমরে বিজেপি (BJP)-কংগ্রেস। এই নির্বাচনের মুখেই সামনে আসছে একের পর এক দলবদলের ঘটনা।  ভোটের মুখে একে একে সদস্য সংখ্যা বেড়েই চলেছে বিজেপির (BJP)। অন্যদিকে ঘর শূন্য হচ্ছে কংগ্রেসের। এমনিতেই জোটের জটে জটিল এবারের নির্বাচন।

কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিলেন বড় নেতা

তারই মধ্যে সম্প্রতি কংগ্রেস শিবসেনার উদ্ভব ঠাকরের সাথে হাত মেলানোর বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছেন না কংগ্রেসের অন্দরের একাংশ। এটাই কার্যত ‘শাপে বর’ হয়ে দাঁড়িয়েছে বিজেপির (BJP) পক্ষে। আর এবার আসন্ন নির্বাচনের মুখে আচমকাই বড় ধাক্কা খেল কংগ্রেস।

নির্বাচনের মুখে আচমকাই  কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় সাড়ে চার দশকের পুরনো  কংগ্রেস নেতা, রবি রাজা। বৃহন্মুম্বই পুরসভার পাঁচবারের কাউন্সিলর রবি রাজাকে মুম্বাই রাজনীতির এনসাইক্লোপিডিয়া বলা হয়। তাই এবারের নির্বাচনে রবি রাজার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।

আসন্ন নির্বাচনে রাজ্যের মোট ৭৩ আসনে ‘কাঁটে কা টক্কর’  হতে চলেছে বিজেপি কংগ্রেসের মধ্যে। যার মধ্যে বেশ কয়েকটি আসন রয়েছে মুম্বাইতে। আর এই মুম্বাইয়ের আসন গুলিতেই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন রবি রাজা। বিগত ৪৪ বছর ধরে তিনি কংগ্রেসের সাথে যুক্ত।  রাজনৈতিক জীবনে মুম্বাইয়ের নারী নক্ষত্র তাঁর  নখ দর্পণে।

আরও পড়ুন : হিন্দু সাধুদের নামে দেশদ্রোহিতার অভিযোগ! বাংলাদেশে জোরদার প্রতিবাদ সনাতনীদের

তাই আসন্ন নির্বাচনের মুখে এমন দাপুটে নেতার বিজেপিতে যোগদান কংগ্রেসের পক্ষে নিঃসন্দেহে এক বড় ধাক্কা হতে চলেছে। কিন্তু প্রশ্ন হল দীর্ঘদিন রাজনীনিতে যুক্ত হওয়া সত্বেও কংগ্রেস ছাড়তে তিনি কেন ৪৪ বছর পার করে দিলেন কংগ্রেসেই। কারণ জানিয়ে অভিজ্ঞ  নেতা এদিন স্পষ্টই জানিয়েছেন, যেভাবে কংগ্রেসে টিকিট বিতরণ হয়েছে, তাতে তিনি একেবারেই খুশি নন।

BJP

এদিন কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি তিনি অভিযোগ করেন যোগ্যতার ভিত্তিতে নির্বাচনের টিকিট বিক্রি হয়নি। তাছাড়া টানা পাঁচবারের কাউন্সিলর হওয়ায়  এবারের টিকিট পাওয়ারও যোগ্য দাবিদার ছিলেন তিনি।  তাছাড়া  শিব সেনার উদ্ধব শিবিরের সঙ্গে কংগ্রেসের জোটও মেনে নিতে পারছেন না তিনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর