হু হু করে বাড়বে বেতন! ১৮,০০০ থেকে বেড়ে ৩৪,৫৬০! সরকারি কর্মীদের জন্য বড় সুখবর

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহে একের পর এক সুখবর পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সদ্য ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। এর ফলে বর্তমানে ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেই খুশির রেশ কাটতে না কাটতেই সামনে আসছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) সংক্রান্ত একটি বড় খবর।

  • অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে নয়া আপডেট!

২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠন করেছিল কেন্দ্র (Central Government)। এরপর দেখতে দেখতে এক দশক অতিক্রান্ত। সাম্প্রতিক অতীতে অষ্টম বেতন কমিশনের দাবিতে বেশ কয়েকবার সরব হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। এবার এই নিয়েই সামনে আসছে নতুন আপডেট। রিপোর্ট বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে এই নভেম্বর মাসেই একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হতে চলেছে।

বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুসারে, চলতি নভেম্বর মাসেই জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বৈঠক হবে। এই কমিটিতে সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতিনিধি থাকে। ফলে এই বৈঠকে অষ্টম বেতন কমিশন সংক্রান্ত কোনও জরুরি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ আচমকাই গায়েব! কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতাধিক পড়ুয়ার সঙ্গে যা হল … ফাঁস হতেই তোলপাড়

২০১৬ সালের জানুয়ারি মাসে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়িত করেছিল সরকার। যদিও তখন আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি ও ডঃ এক্রয়েডের সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) মাসিক নূন্যতম বেতন ২৬,০০০ টাকা করার প্রস্তাব গৃহীত হয়নি। তার বদলে নূন্যতম বেতন ঠিক করা হয় ১৮,০০০ টাকা।

8th Pay Commission latest update Central Government employees might get big news

তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ আশা করছেন, গতবারের ফর্মুলা যদি এবার মানা হয়, তাহলে সেক্ষেত্রে তাঁদের বেতন হুড়মুড়িয়ে অনেকখানি বেড়ে যাবে। নূন্যতম মাসিক বেতন ১৮,০০০ টাকার পরিবর্তে একধাক্কায় ৩৪,৫৬০ টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। ফলে সত্যিই যদি চলতি মাসে জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বসে এবং সেখানে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে অগুনতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সুরাহা হবে বলে অনুমান করা হচ্ছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর