অবাঙালি তারকার বাঙালি বউ, বলিউডের এই স্টাররা আসলে বাংলার জামাই! জানতেন?

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে, বাঙালিরা (Bengali) নাকি ছড়িয়ে রয়েছেন বিশ্বের সর্বত্র। পৃথিবীর যে কোণাতেই যান না কেন, একজন না একজন বাঙালি পাবেনই। আর কথা যদি হয় বলিউডের, তাহলে সেখানে তো রীতিমতো বাঙালি (Bengali) রাজ! আজ নয়, দীর্ঘদিন ধরে হিন্দি ইন্ডাস্ট্রিতে রয়েছে বাঙালিদের রমরমা। বাঙালি অভিনেতা অভিনেত্রীরা যেমন দাপট দেখিয়েছেন বলিউডে, তেমনি অনেক অভিনেতা, গায়ক, ক্রিকেটাররা বিয়েও করেছেন বাঙালি কন্যেকে।

বলিউডের এই তারকারা বিয়ে করেছেন বাঙালি (Bengali) মেয়েদের

ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি থেকে প্রযোজক আদিত্য চোপড়া, অভিনেতা রাজকুমার রাওরা জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন বাঙালি (Bengali) সুন্দরীদের। বলিউডের কোন কোন তারকার রয়েছে বাঙালি বউ? এক ঝলকে দেখে নিন তালিকাটা

আরো পড়ুন : বাজেট ৪৫ কোটি, আয় ৬০ হাজার! ফ্রিতেও দেখে না দর্শক, বলিউডের সবথেকে বড় ফ্লপ ছবির নায়ক নায়িকা কারা?

অমিতাভ বচ্চন জয়া বচ্চন– সেই ১৯৭৩ সালে বাঙালি (Bengali) কন্যে জয়াকে বিয়ে করেছিলেন অমিতাভ বচ্চন। তিনি অবশ্য তখন ছিলেন জয়া ভাদুড়ী। বাঙালি মেয়েকে বিয়ে করে কলকাতার জামাই হন অমিতাভ। এখনো নিজেকে এই উপাধিই দিয়ে থাকেন বিগ বি।

আরো পড়ুন : ছিঃ! রবীন্দ্রনাথকে নিয়ে অশালীন মশকরা কপিলের শোতে, ‘ডেডলাইন’ দিয়ে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি ক্ষুব্ধ শ্রীজাতর

মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুর– পরিচালক সত্যজিৎ রায় প্রথম সিনে জগতের সঙ্গে পরিচয় করিয়েছিলেন শর্মিলা ঠাকুরকে। কালক্রমে অভিনয় জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব হয়ে ওঠেন তিনি। বলিউডে তখন তাঁরই দাপট। সে সময়ই পরস্পরকে দেখে প্রেমে পড়েন মনসুর আলি খান এবং শর্মিলা। ভিনধর্মেই বিয়ে করেন বাঙালি (Bengali) কন্যা। বলিউডের একমাত্র নবাবের বেগম হয়েছিলেন তিনি।

Bengali

পঙ্কজ ত্রিপাঠী এবং মৃদুলা ত্রিপাঠী– বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ভার্সেটাইল অভিনেতার স্ত্রীও কিন্তু বাঙালি (Bengali)। তবে অন্যান্যদের মতো তিনি অভিনয় জগতের নন। থাকেন লাইমলাইটের আড়ালেই। তবে পঙ্কজের স্ট্রাগল জীবনের পুরোটাই দেখেছেন মৃদুলা। সঙ্গে থেকেছেন অভিনেতার।

করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু– আগে দুটি বিয়ে করলেও তা ভেঙে গিয়েছিল করণের। তাঁর তৃতীয় প্রেম বিপাশা। বাঙালি (Bengali) অভিনেত্রী একসময় বলিউডকে কার্যত আঙুলের ডগায় নাচাতেন। ইন্ডাস্ট্রির অন্যতম ‘হটেস্ট’ নায়িকা তিনি। করণ বিপাশার ‘মাংকি লাভ’ এবং তাঁদের একরত্তি মেয়ে দেবীকে বেশ পছন্দ করেন নেটিজেনরা।

Bengali

সোনু নিগম মধুরিমা নিগম– শুধু অভিনয় নয়, সঙ্গীত জগতের তারকাদেরও রয়েছেন বাঙালি (Bengali) স্ত্রী। সোনুর স্ত্রী মধুরিমা মিশ্র আসলে একজন বাঙালি। পেশায় রেডিও জকি ছিলেন তিনি। কাজের সূত্রেই দুজনের আলাপ।

রাজকুমার রাও পত্রলেখা পল– মাত্র বছর কয়েক আগেই বিয়ে করেছেন রাজকুমার এবং পত্রলেখা। নিজের বাঙালি সংস্কৃতিকে বিয়ের সাজেও ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী। তাঁর ওড়নায় বাংলায় লেখা ছিল, ‘আমার পরাণ ভরা ভালোবাসা তোমায় সমর্পণ করিলাম’।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর