পকেট শূন্য, হাতে ছিল না এক টাকাও! অমিতাভের থেকে ধার চেয়েছিলেন রতন টাটা, জানালেন খোদ বিগ বি

বাংলা হান্ট ডেস্ক : সময় যত এগোচ্ছে ততই যেন মানুষের মনে আরও একটু একটু করে জায়গা করে নিচ্ছেন রতন টাটা (Ratan Tata)। তিনি হয়তো আর আমাদের মাঝে নেই। কিন্তু তার উদারতার ছাপ আমাদের মধ্যে রেখে দিয়ে গেছেন। বট বৃক্ষের মতো রতন বাবু (Ratan Tata) আগলে রেখেছিলেন টাটা সাম্রাজ্যকে। তবে তিনি শুধু শিল্প জগতেই নয়, গোটা সমাজের কাছে দেবতার দূত। একেবারে খাঁটি মনের মানুষ ছিলেন তিনি (Ratan Tata)। কিন্তু এখন মনে হচ্ছে, এই ব্যক্তির সম্পর্কে আমরা যা জানি তা নূন্যতম মাত্র। কারণ এবার তাকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এত বড় ব্যবসায়ী হয়েও দিনশেষে ধার চাইতে হয়েছিল রতন বাবুকে (Ratan Tata)। তাও আবার বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চনের কাছ থেকে। সেই তথ্য ফাঁস করেছেন খোদ অমিতাভ বচ্চন।

কেন টাকা ধার চাইতে হয়েছিল রতন (Ratan Tata) বাবুকে?

রতন টাটার সাথে অমিতাভ বচ্চনের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্ব সুলভ বলেই জানা গিয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসাথে দেখাও যেত মাঝেমধ্যে। আর তাঁরই স্মৃতিচারণ করতে গিয়ে কিছু পুরোনো কথা বলেন অমিতাভ বচ্চন। মূলত জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে উপস্থিত হন ফারহা খান এবং বোমান ইরানি। আর সেই এপিসোডেই সেই পুরোনো দিনের কথা ভাগ করে নেন অভিনেতা। সেইসাথে রতন টাটাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে ভোলেননি তিনি। সেইসময় তিনি বলেন যে একদিন তাঁর কাছ থেকে শিল্পপতি টাকা ধার করেছিলেন। এমন ঘটনায় তিনি একটু অবাক হয়েছিলেন আর কি!

অমিতাভ বাবু বলেন, “উনি কেমন মানুষ ছিলেন, তা বলে বোঝাতে পারব না। এত সহজ-সরল একজন মানুষ দেখায় যায় না।” এরপরই তিনি জানান, একবার লন্ডন যাচ্ছিলেন তিনি। আর সেই সময় ওই একই বিমানে লন্ডন যাচ্ছিলেন রতন টাটা। এরপর হিথরো বিমানবন্দরে গিয়ে পৌঁছান তারা। অমিতাভ বচ্চন বলেন, “যে লোকেরা রতন টাটাকে নিতে এসেছিলেন তারা হয়তো চলে গেছিলেন তাকে না দেখতে পেয়ে। ব্যাপারটা কি হলো না হলো রতন বাবু সেটা দেখার জন্য ফোন বুথে ঢোকেন যোগাযোগ করার জন্য।”

আরও পড়ুন : অবাঙালি তারকার বাঙালি বউ, বলিউডের এই স্টাররা আসলে বাংলার জামাই! জানতেন?

এরপরই অভিনেতা বলেন, “আমি ওখানেই বাইরে দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ পর উনি এলেন। এরপর উনি যা বললেন, তা আমি আজও বিশ্বাস করতে পারি না।” রতন টাটা তাঁর কাছে এসে বলেন, “অমিতাভ তোমার থেকে কিছু টাকা ধার পেতে পারি? ফোন করার মতো আমার কাছে টাকা নেই।” আর এমন ঘটনা অমিতাভ বাবুকে নাড়িয়ে দেয়।

Ratan Tata

আসলে একজন শিল্পপতি হয়ে এইভাবে তিনি নিঃসংকোচে টাকা চাইবেন এটা শুধু অমিতাভ বচ্চনই নয় কেউই ভাবতে পারেননি। এতোটা সরলতা, এতটা ডাউন টু আর্থ টাইপের মানুষ যদি কেউ হতে পারে সেটা একমাত্র রতন টাটা। শুধু অমিতাভ বচ্চনই নয় রতন টাটার নামে এমন কোন ব্যক্তি নেই যারা প্রশংসা করেননি। কনট্রোভার্সি তো দূর কেউ এই ব্যক্তির নামে কটু কথা বলতে গেলেও দশবার ভাবে। কারণ এই মানুষটি এমন যে তার খাতায় শুধু ভালোর সংখ্যাই বেশি।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর