বাংলা হান্ট ডেস্ক : উৎসবের দিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে একের পর এক অপরাধমূলক ঘটনা। ৩১ অক্টোবর বৃহস্পতিবার ছিল কালীপুজো। এই পুজোর দিনে একদিকে সবাই যখন মাতৃশক্তির আরাধনায় ব্যস্ত তখনই আশেপাশের কিছু মানুষরূপী অসুরদের যৌন লালসার (Rape) স্বীকার হচ্ছেন মেয়েরা।
শিশুকন্যাকে ধর্ষণ (Rape) করে খুন
এই পাশবিক অত্যাচারের (Rape) হাত থেকে রেহাই পাচ্ছে না ফুলের মতো ফুটফুটে শিশুরাও। বৃহস্পতিবার কালীপুজোর দিনেই আলিপুরদুয়ারে ফালাকাটার ধনিরামপুর এলাকায় কালী পুজোর উৎসবের মাঝেই গ্রামের এক প্রতিবেশী শিশু কন্যাকে ধর্ষণ (Rape) করে খুন করার অভিযোগ উঠেছে এক প্রৌঢ়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই অভিযুক্ত ব্যক্তিকে হাতের কাছে পেয়েই গাছে বেঁধে বেধড়ক মারধোর শুরু করেন গ্রামবাসীরা।
জানা গিয়েছে এদিন গণপিটুনিতেই মৃত্যু হয়েছে অভিযুক্তের। স্থানীয় সূত্রে খবর ওই শিশু কন্যা বৃহস্পতিবার সন্ধ্যার পরথেকেই নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে এলাকার পুকুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। অভিযুক্ত যখন প্রমাণ লোপাটের জন্য শিশুটিকে জলে ফেলছিল তখনই গ্রামের কয়েকজন সেই দৃশ্য দেখে ফেলেছিলেন।
আরও পড়ুন : মা হয়ে ছেলে-বৌমাকে খুন! নেপথ্য কাহিনী হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও
এরপরেই অভিযুক্তকে গ্রামের মধ্যে একটি গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করা শুরু হয়। গ্রামবাসীদের দাবি অভিযুক্ত তাদের কাছে নিজের সমস্ত অপরাধ স্বীকার করেছিলেন। তারপরেই বেড়ে যায় মারের দাপট। জানা গিয়েছে ওই অভিযুক্ত ছিল আদতে জেল খাটা আসামি। আগেও নাকি বেশ কিছু অপরাধে জেল খেটেছিল সে।
স্থানীয় সূত্রে খবর অভিযুক্তের বিরুদ্ধে তার স্ত্র ও অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই গণপিটুনিতে মৃত্যু হয়েছে অভিযুক্তের। স্থানীয় সূত্রে খবর ৬ বছর আগে ওই ধনীরামপুর ২ অঞ্চলেই দূর্গাপুজোর নবমীর দিন এমনই এক নাবালিকাকে শ্লীলতাহানি করে হত্যা করেছিল এলাকারই এক বাসিন্দা। ঠিক ছয় বছর পর এই কালীপুজোর দিনে আবার একই রকম ঘটনা ঘটায় গ্রামবাসীদের মধ্যে তৈরী হয়েছে ভয়ের পরিবেশ।