ভোটের মুখে সম্মুখ সমরে কংগ্রেস-BJP! ‘মোদি কি গ্যারান্টি’ নিছক রসিকতা তোপ খাড়গের 

বাংলা হান্ট ডেস্ক : চলতি মাসেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে রয়েছে নির্বাচন। সাধারণত প্রত্যেক নির্বাচনের আগেই নেতা মন্ত্রীদের ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি দেওয়া এক প্রকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। তবে এক্ষেত্রে শুক্রবার বেশ ব্যতিক্রমী শোনাল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। তিনি একজন দায়িত্বশীল রাজনীতিকের পরিচয় দিলেও তাঁর করা মন্তব্যকে হাতিয়ার করেই এদিন কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)

নির্বাচনের আগে কংগ্রেসের দেওয়া ঝুড়িঝুড়ি প্রতিশ্রুতি নিয়ে এদিন  হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কড়া ভাষায় আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রীর (Narendra Modi) দাবি কংগ্রেস নির্বাচনী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ এদিন অবশ্য প্রধানমন্ত্রী মন্ত্রীকে (Narendra Modi) আক্রমণ শানানোর সুযোগ করে দিয়েছেন খোদ কংগ্রেসেরই সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

সম্প্রতি কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার রাজ্যের শক্তি প্রকল্প অর্থাৎ কর্নাটকের মহিলাদের বিনামূল্যে বাস সফর পর্যালোচনা করার পরামর্শ দিয়েছিলেন। এক্ষেত্রে মূল লক্ষ্যই ছিল পরিবহণ খাতে খয়রাতি কমানো। তার পরেই এই নির্বাচনী আবহে দলের একজন অভিভাবক হিসাবেই কংগ্রেসের নেতাদের সতর্ক করে তিনি পরামর্শ দিয়েছিলেন, ভোটের প্রচারে মানুষকে ততটুকুই প্রতিশ্রুতি দেওয়া উচিত যা সরকার গঠন করলে বাস্তবেও পূরণ করা সম্ভব।

তাছাড়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে জনমানসে  দলের এবং নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট হয়। খাড়গের করা এই মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কংগ্রেস এখন বুঝতে পারছে, অবাস্তব প্রতিশ্রুতি দেওয়াই যায়। কিন্তু তাকে কার্যকর করা কতটা কঠিন বা অসম্ভব। প্রচারের পর প্রচারে তারা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। যেগুলি তারা নিজেরাও জানে কখনও পূরণ করা সম্ভব নয়। এখন ওদের সব কিছু ফাঁস হয়ে গিয়েছে।’

আরও পড়ুন : আবাসের তালিকা তৈরী নিয়ে নতুন আপডেট! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

চুপ থাকেননি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিও। শনিবারই তিনিও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাল্টা নিজের এক্স হ্যান্ডলে প্রশ্ন ছুঁড়েছেন, ‘আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কী হল? মিথ্যা, প্রতারণা, ভুয়ো প্রতিশ্রুতি, লুট এবং প্রচার হল আপনার সরকারকে বোঝানোর সেরা পাঁচটি বিশেষণ। ২০২৪ সালের ১৬ মার্চ ১০০ দিনের কাজ নিয়ে আপনার ঢক্কানিনাদ আসলে ছিল সস্তা পিআর স্টান্ট। আপনি তো দাবি করেছিলেন ২০৪৭ সালের রোডম্যাপ তৈরি করতে আপনারা ২০ লক্ষ মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তরে এই সংক্রান্ত আরটিআই জমা পড়তেই তা জানাতে অস্বীকার করা হয়েছে। এর থেকে আপনার মিথ্যেটাই ধরা পড়ে গিয়েছে।’

এখানেই শেষ নয় একইসাথে বিজেপিকে কটাক্ষ করে কংগ্রেস নেতার সংযোজন, বিজেপির ‘বি’ আসলে ‘বিট্রেয়াল’ এবং ‘জে’ অর্থে ‘জুমলা’। এছাড়াও এদিন খাড়গে জোর গলায় দাবি করেছেন , ‘আচ্ছে দিন, বছরে দু’কোটি চাকরি, বিকশিত ভারত’ এই সব প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন মোদি। খাড়গের দাবি, ‘১৪০ কোটি ভারতীয়র জন্য ‘মোদি কি গ্যারান্টি’ এক নিছক রসিকতা মাত্র।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর