থরহরিকম্প! শীঘ্রই তৃণমূল কংগ্রেসে ব্যাপক রদবদল! কোন নেতাদের ‘চাকরি’ যাচ্ছে?

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের পালা মিটিয়ে এবারে উপনির্বাচন। বাংলার ছয় বিধানসভায় উপ নির্বাচন (West Bengal By Election 2024)। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্র নৈহাটি, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া, মাদারিহাট এবং সিতাই-এ উপনির্বাচন। ইতিমধ্যেই শাসক এবং বিরোধী উভয়পক্ষই প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আপাতত সকলের নজর এই ভোটের দিকে। এরই মধ্যে শোনা যাচ্ছে ভোট মিটলেই সংগঠনের একাধিক ক্ষেত্রে রদবদল আনতে চলেছে তৃণমূল (Trinamool Congress)।

শোনা যাচ্ছে ভোট মিটলেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একাধিক শীর্ষ পদের পাশাপাশি ব্লক, অঞ্চলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের ক্ষেত্রেও রদবদল আনা হতে পারে। আগেই অবশ্য এর ইঙ্গিত দিয়েছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রসঙ্গত, গত ২১ জুলাই শহিদের মঞ্চ থেকে সংগঠনে রদবদলের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বলেছিলেন পারফরম্যান্স ঠিক না হলে ফল পাওয়া যাবে।

জুলাই থেকে নভেম্বর, কেটে গিয়েছে কয়েকটা মাস। মাঝে বেশ কিছুদিন শারীরিক অসুস্থতার জন্য বিশ্রামে ছিলেন অভিষেক। সম্প্রতি মার্কিন মুলুক থেকে চোখের অপারেশন করে ফিরে এসেছেন তিনি। আর অভিষেক ফিরতেই সংগঠনে রদবদলের জল্পনা আরও জোড়ালো হয়েছে। কিছুমাস আগেই হাতে এসেছে লোকসভা ভোটের ফলাফল। বাংলায় তৃণমূল বিপুল ভোটে জয় হলেও শহরাঞ্চলে ভোটের ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বিধানসভায়, ব্লকে, ওয়ার্ডে ভোট কমেছে ঘাসফুল শিবিরের। এত ‘সুবিধা’ দেওয়ার পরও কেন শহরের মানুষ জোড়াফুল শিবিরের থেকে মুখ ফিরিয়েছে সেই নিয়ে বিস্তর পর্যালোচনা চলেছে তৃণমূলের অন্দরেই।শহরাঞ্চলের নেতা দলীয় পদাধিকারীদের ভূমিকা খতিয়ে দেখা হয়। শোনা যাচ্ছে, সমস্ত কিছু বিবেচনা করে এবার একাধিক পদাধিকারীর ক্ষমতা খর্ব করতে পারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তার বদলে নতুন কোনও যুব নেতা/নেত্রীকে সেই পদে আনা হতে পারে বলেও খবর।

abhishek tmc f

আরও পড়ুন: বাংলার স্কুলগুলিতে শিক্ষকের মোট কত শূন্যপদ রয়েছে? RTI-এর জবাব দেখলে চোখ কপালে উঠবে

ভোট মিটলেই সংগঠনে, পুরসভা এমনকি পঞ্চায়েত-জেলা পরিষদেও রদবদল হবে বলে খবর। অভিষেক আগেই বলেছিলেন, দলে কার কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখা হবে। সংগঠনের নানা পদে যারা আছেন, তাদের পারফরম্যান্স রিভিউ করছে দল। কোনোরকম গাফিলতি আর বরদাস্ত করা হবে না। ২০২৬ সালে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগেই দলের সাংগঠনিক রদবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর