বাংলা হান্ট ডেস্ক : বাংলায় তথা সারা দেশের ভোট কুশলী হিসেবে ব্যাপক জনপ্রিয় প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তাঁর (Prashant Kishor) হাত ধরেই একাধিক রাজনৈতিক দল নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করেছে। মোদীর দিল্লি দখল হোক কিংবা মমতার নীল বাড়ি সবার জয়ের পিছনে বিরাট ভূমিকা ছিল এই ভোট কুশলীর। যদিও এখন তিনি আর ভোট কুশলী নন একেবারে পোড় খাওয়া রাজনীতিবিদের মতোই গঠন করেছে নিজের দল।
ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor)পারিশ্রমিক কত?
গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন পাটনার ভেটেরনারি কলেজের মাঠ নিজের নতুন রাজনৈতিক দল গঠন করেছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। যার নাম রেখেছেন ‘জন সুরজ পার্টি’ তথা জেএসপি। পরের বছরেই বিহারের বিধানসভা নির্বাচন। তাই এই ভোট কুশলীর পাখির চোখ ২০২৫- এর বিধানসভায় নির্বাচন।
আগামী ১৩ ই নভেম্বর বিহারের চার কেন্দ্র ইমামগঞ্জ, বেলাগঞ্জ, রামগড় ও তারারি-তে রয়েছে উপনির্বাচন। সবকটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে প্রশান্ত কিশোরের দল। আপাতত এই উপনির্বাচনের প্রচারের কাজ নিয়েই বিরাট ব্যস্ত প্রশান্ত কিশোর। এই নির্বাচনী আবহে প্রচার চালাতে গিয়েই ভোট কুশালী হিসেবে নিজের পারিশ্রমিক নিয়ে মুখ খুলেছেন প্রশান্ত কিশোর।
এতদিনে নিজের পারিশ্রমিক ফাঁস করে প্রকাশ্য জনসভা থেকেই জনসাধারণের উদ্দেশ্যে পিকে বলে উঠলেন, ‘আপনারা কি মনে করেন আমার প্রচারের তাঁবু খাটানোর খরচের অর্থও আমার কাছে নেই? আপনারা ভাবেন আমি দুর্বল? বিহারে আমার মতো ফি নেওয়ার কথা কেউ শোনেননি। যদি কোনও নির্বাচনে আমি পরামর্শ দিই তাহলে সেজন্য ১০০ কোটি নিই। কখনও এরও বেশি। আগামী দুই বছরে আমি আমার সব প্রচারের খরচ চালাতে পারি কেবল একটি নির্বাচনী পরামর্শের টাকা থেকেই।’
আরও পড়ুন : ভোটের মুখে সম্মুখ সমরে কংগ্রেস-BJP! ‘মোদি কি গ্যারান্টি’ নিছক রসিকতা তোপ খাড়গের
শুধু তাই নয় প্রশান্ত কিশোরের কথায় এই মুহূর্তে দেশের ১০ টি রাজ্যে যে সরকার চলছে তা আসলে তাঁরই ভোট কৌশলের ফলাফল। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে একাধিক রাজনৈতিক দলের হয়ে ভোট কুশলী হিসেবে কাজ করেছেন পিকে। বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ওয়াইএসআর কংগ্রেস, ডিএমকে-র হয়েও কাজ করেছেন তিনি।
২০১১ সালের বাংলায় তৃণমূলের রাজ্য দখলের লড়াইয়ে বড় ভূমিকা ছিল এই প্রশান্ত কিশোরের। এমনকি ২০২১ এর নির্বাচনেও তিনি তৃণমূলের জয় নিশ্চিত করেছিলেন। একসময় তৃণমূলের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন প্রশান্ত কিশোর। যদিও পরবর্তীতে তৃণমূল ছেড়ে বিজেপির হয়ে ভোট কুশলীর কাজ করেছিলেন প্রশান্ত কিশোর। এছাড়াও নরেন্দ্র মোদী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, স্টালিন, কে চন্দ্রশেখর রাও, জগন্মোহন রেড্ডির জন্যও কাজ করেছিলেন পিকে।