থালা বাজিয়ে চিতা তাড়াল শ্যামলী! দেদার ট্রোল নেটপাড়ায়, TRP বাড়ানোর নিনজা টেকনিক?

বাংলাহান্ট ডেস্ক : বাঘ, সিং, চিতা নামগুলো শুনলেই যেন শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যায়। চিড়িয়াখানা, জঙ্গল সাফারিতে এদের একটু দেখা পাওয়ার জন্য যতই মন (Shyamoli) আনচান করুক না কেন, নিরাপত্তা বলয়ের বাইরে যদি একবার এদের সামনে গিয়ে পড়েন? আত্মারাম খাঁচাছাড়া অবস্থা হবে। কিন্তু কখনো ভেবে দেখেছেন, এমন অবস্থায় পড়লে কীভাবে বাঁচবেন? সেই উত্তর দিল শ্যামলী (Shyamoli)। হ্যাঁ ‘কোন গোপনে মন ভেসেছে’র নায়িকার কথাই বলা হচ্ছে। চিতাবাঘের সামনে পড়েও যে নার্ভ শক্ত করে শুধুমাত্র কাঁসর ঘন্টা বাজিয়ে তাকে তাড়ানো যায়, তা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শ্যামলী (Shyamoli)।

শাঁখ বাজিয়ে চিতা তাড়াল শ্যামলী (Shyamoli)

গল্পের গরু গাছে ওঠে, এ প্রবাদ তো শুনেছেন নিশ্চয়ই! তবে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালের সাম্প্রতিক পর্ব দেখে নেটিজেনরা বলছেন, গরু গাছ থেকে সোজা মহাকাশে উঠে গিয়েছে। নয়তো খাস কলকাতা শহরের একটি বাড়িতে নাকি ঢুকে পড়ে চিতাবাঘ! এও সম্ভব? অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন নির্মাতারা। কীভাবে? চলুন ছোট্ট করে গল্পটা জানিয়ে দিই।

আরো পড়ুন : শাড়ির নীচে কি বেবি বাম্প! বিয়ের ৭ মাসেই অন্তঃসত্ত্বা শ্রীময়ী? ‘আমি তো মার্চ থেকেই…’, বোমা ফাটালেন কাঞ্চন-জায়া

জোড়াবাড়িতে পুজোর মাঝে অঘটন

শ্যামলীর (Shyamoli) কাছে চড় খেয়ে বাড়ির ছেলে অরু প্রতিজ্ঞা করে, বড়সড় প্রতিশোধ নেবে। সেই মতো এক মাফিয়ার সঙ্গে হাত মিলিয়ে সে মল্লিক বাড়িতে ঢোকায় এক চিতাবাঘকে। শ্যামলী (Shyamoli), মন্দার আর অনিকেতকে একসঙ্গে শেষ করাই তার লক্ষ্য। এদিকে মল্লিক বাড়িতে তখন চলছে কোজাগরী লক্ষ্মীপুজো। পুজোর মাঝে চিতার গরগর আওয়াজ শুনেই শ্যামলী (Shyamoli) বুঝতে পেরে যায়। কারণ সে পাহাড়ের মেয়ে। এরপরেই যা ঘটে দেখে বিশ্বাসই করতে পারছেন না নেটিজেনরা।

আরো পড়ুন : বাজেট ৪৫ কোটি, আয় ৬০ হাজার! ফ্রিতেও দেখে না দর্শক, বলিউডের সবথেকে বড় ফ্লপ ছবির নায়ক নায়িকা কারা?

কী প্রতিক্রিয়া নেটিজেনদের?

বাড়ির সকলকে বাঁচাতে শাঁখ, কাঁসর, ঘন্টা, থালা বাটি বাজাতে থাকে শ্যামলী (Shyamoli) সহ বাকিরা। এদিকে ওই আওয়াজ সহ্য করতে না পেরে অরুর প্ল্যানে জল ঢেলে লেজ গুটিয়ে পালায় চিতা! কাণ্ড দেখে নেটপাড়ায় হাসির ঝড়। একজন লিখেছেন, ‘বাঘ টা রাস্তায় বেড়িয়ে কোনদিকে গেল কেউ জানলে বলবেন প্লিজ আবার যদি আমার বাড়ি এসে উপস্থিত হয় বাবাগো! আমি শাঁখ, ঘন্টা, কাঁসর সব রেডি করে রেখেছি’। আরেকজন লিখেছেন, ‘এই পর্ব টা লেখার সময় গাঁজা টা একটু বেশি খেয়ে ফেলেছিলো’। আরেকজন আবার কটাক্ষ করেছেন, ‘এইসব দেখার আগে চোখে ছানি পড়লো না কেনো আমার কে জানে’।

Shyamoli

সোশ্যাল মিডিয়ায় দেদারে ট্রোলিং হলেও এ কিন্তু একরকম শাপে বরই হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, নেতিবাচক প্রচারকে কাজে লাগিয়েই টিআরপি বাড়াতে চাইছেন নির্মাতারা। আসলে ইদানিং টিআরপি লিস্টে বেশ পিছিয়ে পড়েছে কোন গোপনে মন ভেসেছে। একঘেয়ে গল্প আর তেমন দর্শক টানছে না। দরকার ছিল টুইস্টের। সেটাই নিয়ে এলেন নির্মাতারা। ট্রোল দিয়েই হোক, প্রচার তো হল সিরিয়ালের। এবার টিআরপিতে কী হেরফের হয় সেটাই দেখার।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর