বাংলাহান্ট ডেস্ক : ইউপিআই মাধ্যম বাজারে আসার পর বদলে গেছে ভারতের অনলাইন ডিজিটাল লেনদেনের চিত্র। চায়ের দোকান হোক কিংবা শপিং মল, ইউপিআই মাধ্যম ব্যবহার করে সহজেই টাকা ট্রান্সফার সম্ভব হচ্ছে। সময়ের সাথে NPCI একাধিক বৈশিষ্ট্য যুক্ত করেছে ইউপিআই (Unified Payment Interface) মাধ্যমে।
UPI Lite নিয়ে নয়া আপডেট
যেগুলির মধ্যে অন্যতম ইউপিআই লাইট। গুগল পে, ফোন পে, পেটিএম-এর মতো বিভিন্ন ইউপিআই অ্যাপ এই ইউপিআই লাইট পরিষেবা দিয়ে থাকে। ১ নভেম্বর থেকে UPI Lite নিয়েই বড় সিদ্ধান্ত নেওয়া হল। জানানো হয়েছে, এবার থেকে ইউপিআই লাইট ব্যবহার করে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত পাঠানো যাবে।
আগে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত লেনদেন সীমা ছিল। তবে সেই সীমা এবার দ্বিগুণ করে দেওয়া হল। এতদিন পর্যন্ত ইউপিআই লাইট ওয়ালেটে দু হাজার টাকা পর্যন্ত রাখা যেত। তবে এবার থেকে সেই সীমা বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ গ্রাহকরা এবার থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত লোড করে রাখতে পারবেন ইউপিআই লাইটে।
আরোও পড়ুন : ঋণে জর্জরিত এই দেশের অভাব মেটাবেন আম্বানি! নিলেন বিরাট অ্যাকশন, তরতরিয়ে এগোবে অর্থনীতি
পাশাপাশি গ্রাহকদের জন্য নতুন অটো টপ-আপ ফিচার নিয়ে আসা হয়েছে। যখন আপনার ইউপিআই লাইট ব্যালেন্স নির্দিষ্ট সীমার নিচে চলে আসবে, তখন অটো টপ আপ ফিচারের মাধ্যমে ইউপিআই লাইট অ্যাকাউন্টে অটোমেটিক টাকা লোড হয়ে যাবে। ম্যানুয়ালি টাকা লোড করার ঝামেলা থেকে মিলবে মুক্তি।
Big News for Small Payments with Paytm UPI Lite!
Get ready to power up your daily transactions because your Paytm UPI Lite is about to get a major boost! The limit will soon be soaring from ₹2,000 to ₹5,000! And that’s not all—your per-transaction limit is also…
— Paytm (@Paytm) October 9, 2024
এনপিসিআই (National Payments Corporation of India) ২৭ আগস্ট, ২০২৪ তারিখে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন সুবিধাগুলি সম্পর্কে জানিয়েছিল। এনপিসিআই জানায়, ইউপিআই লাইট সংক্রান্ত এই পরিবর্তনগুলি লাগু হবে ১ নভেম্বর ২০২৪ থেকে।