উৎসবের মরশুমে ইতিহাস গড়ল Royal Enfield! অক্টোবরে বিক্রি হল এত বাইক, সংখ্যা জানলে ভিরমি খাবেন

বাংলা হান্ট ডেস্ক: বাইকপ্রেমীদের কাছে Royal Enfield-এর বাইকগুলি সবসময় এক আলাদা আকর্ষণ তৈরি করে। শুধু তাই নয়, দুর্দান্ত স্টাইলিশ লুক এবং অনবদ্য সব ফিচার্সের কারণে এই কোম্পানির বাইকগুলি বাজারে তুমুল জনপ্রিয়তাও পেয়েছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। যেটি অনুযায়ী জানা গিয়েছে যে, এবার Royal Enfield রীতিমতো ইতিহাস তৈরি করেছে। জানিয়ে রাখি যে, চলতি সপ্তাহে Royal Enfield তার নতুন Scrambler Bear 650-র উন্মোচন করেছে।

ইতিহাস গড়ল Royal Enfield:

এদিকে, সম্প্রতি কোম্পানিটি গত অক্টোবরের সেলস রিপোর্ট সামনে এনেছে। যেখানে বাজিমাত করেছে এই সংস্থা। পাশাপাশি, Royal Enfield ফের এটা প্রমাণ করে দেখিয়েছে যে তারা বর্তমানে ভারতীয় বাজারে পাওয়ারফুল মোটরসাইকেল সেগমেন্টে শীর্ষস্থানীয় হয়ে রয়েছে। সবথেকে অবাক করার মত বিষয় হল, গত অক্টোবর মাসে Royal Enfield 1 লক্ষেরও বেশি মোটরসাইকেল বিক্রি করেছে এবং কোম্পানির ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটেছে।

Royal Enfield made history during the festive season.

350 সিসির বাইক প্রচুর বিক্রি হচ্ছে: Royal Enfield-এর মোটরসাইকেলের অক্টোবরের সেলস রিপোর্টের দিকে তাকালে দেখা যাবে যে, এই কোম্পানি অক্টোবরে মোট 1,10,574 টি মোটরসাইকেল বিক্রি করেছে। উৎসবের মরশুমের এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচিত হয়। এদিকে, 2023 সালের অক্টোবরে এই বিক্রির হার ছিল 84,435 ইউনিট। অর্থাৎ, এক্ষেত্রে গত বছরের তুলনায় চলতি বছরে 31 শতাংশ বেশি বিক্রি ঘটেছে। এদিকে, Royal Enfield গত মাসে দেশীয় বাজারে 1,01,886 টি মোটরসাইকেল বিক্রি করেছে। এক্ষেত্রে বার্ষিক বৃদ্ধি ঘটেছে 26 শতাংশ। এর পাশাপাশি কোম্পানিটি 8,688 টি মোটরসাইকেল রপ্তানি করেছে। এক্ষেত্রে, বার্ষিক বৃদ্ধি ঘটেছে 150 শতাংশ। এই প্রসঙ্গে, Royal Enfield-এর CEO বি. গোবিন্দরাজন গত অক্টোবর মাসে কোম্পানির ঐতিহাসিক বিক্রির জন্য আনন্দ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ঋণে জর্জরিত এই দেশের অভাব মেটাবেন আম্বানি! নিলেন বিরাট অ্যাকশন, তরতরিয়ে এগোবে অর্থনীতি

Classic 350-র জন্য অসাধারণ ক্রেজ: জানিয়ে রাখি যে, Royal Enfield ভারতীয় বাজারে তার শক্তিশালী 350 সিসি বাইকের জন্য সবচেয়ে বেশি পরিচিত এবং সেগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল Royal Enfield Classic 350। এই মোটরসাইকেলটি প্রতি মাসে সবচেয়ে বেশি বিক্রি হয়। এরপরে Bullet 350 এবং Hunter 350-ও বর্তমানে ভালো বিক্রি হচ্ছে। এর পরে Meteor 350, Scram 411 এবং Himalayan-এরও নিজস্ব ফ্যান ফলোয়িং আছে। কোম্পানির কুল বাইক Guerrilla-ও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে।

আরও পড়ুন: কেন শ্রেয়স আইয়ারকে ছাড়তে বাধ্য হল KKR? রাখঢাক না রেখে কারণ জানালেন ভেঙ্কি, অবাক অনুরাগীরা

650 সিসির সেগমেন্টে, কোম্পানির 650 Twins-এর সাথে Super Meteor এবং Shotgun-এর বিক্রিও যথেষ্ট সাড়া ফেলেছে। এদিকে, এই আবহে Royal Enfield সম্প্রতি Bear 650 নামে একটি নতুন Scrambler উন্মোচন করেছে এবং এর দাম আগামী 5 নভেম্বর প্রকাশ করা হবে। এর পাশাপাশি, Royal Enfield বাংলাদেশের বাজারেও এন্ট্রি নিয়েছে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর