বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের পরিবহণ ব্যবস্থার মেরুদন্ড বলা হয়ে থাকে রেলকে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য শুধু নয়, ভারতীয় রেলের মাধ্যমে পণ্য পরিবহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। তারসাথে যাত্রীদের কথা চিন্তা করে IRCTC মাঝেমধ্যেই নিয়ে আসে বিভিন্ন ট্যুর প্যাকেজ।
IRCTC দুর্দান্ত ট্যুর প্যাকেজ
অত্যন্ত সস্তায় আরামদায়ক ভ্রমণের জন্য আপনার সেরা বিকল্প হতে পারে আইআরসিটিসির (Indian Railways Catering and Tourism Corporation) এই ট্যুর প্যাকেজগুলি। ভারতীয় রেল (Indian Railways) শিরডি ভ্রমণের জন্য একটি আকর্ষণীয় ট্যুর প্ল্যান নিয়ে এসেছে। তিন দিন চার রাতের এই ভ্রমণ প্যাকেজে থাকছে একাধিক সুবিধা। বেঙ্গালুরু-শিরডি-শানিসিংগানাপুর- বেঙ্গালুরু (3N/4D) ট্যুর প্যাকেজ সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভ্রমণসূচি : ট্রেনে বেঙ্গালুরু স্টেশন থেকে সন্ধ্যা ৭.২০ মিনিটে ছাড়বে ট্রেন। দ্বিতীয় দিন দুপুর নাগাদ পৌঁছে যাবেন কোপড়াগাঁও স্টেশনে। সেখান থেকে শেয়ার গাড়িতে আপনাদের নিয়ে আসা হবে শিরডির হোটেলে। খাওয়া দাওয়ার পর বেরিয়ে যান শ্রী সাঁই বাবা মন্দির দর্শনে। সেদিনের মতো শিরডিতেই হবে রাত্রি বাস। তৃতীয় দিন ব্রেকফাস্টের পর চেক আউট করে নিয়ে যাওয়া হবে শনিসিংহাপুর মন্দিরে। তার সাথে অন্যান্য দর্শনীয় স্থানগুলি দর্শন করে ৩.৩০ টায় কোপারগন রেলওয়ে স্টেশনে পৌঁছবেন। তারপর সেখান থেকে ফেরার ট্রেন ছাড়বে ৪.৪০ নাগাদ। চতুর্থ দিন বেলা ১২.৩০ মিনিটে চলে আসবেন বেঙ্গালুরু স্টেশনে।
প্যাকেজের মধ্যে কী কী অন্তর্ভুক্ত রয়েছে : যাওয়া ও আসার ট্রেনের টিকিট, শিরডিতে এক রাত এসি হোটেলে থাকার খরচ, ১ দিনের ডিনার এবং ১ দিনের হোটেলে প্রাতঃরাশ, ভ্রমণ বীমা, সাইট ভিজিট, টোল, পার্কিং এবং সমস্ত প্রযোজ্য কর।
আরোও পড়ুন : iPhone ক্রেতাদের জন্য দুর্দান্ত সুখবর! ভারতে বড় পদক্ষেপের পথে Apple, জানালেন স্বয়ং টিম কুক
খরচ : খরচ সম্পর্কিত নূন্যতম একটি ধারণা ইতিমধ্যেই IRCTC’র ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তবে পর্যটকদের সংখ্যা এবং সিজনের ওপর ভিত্তি করে এই খরচের কিছুটা তারতম্য ঘটতে পারে। তবে থার্ড এসিতে খরচ মোটামুটি ৭৮৪০-১০৫৫০/- এবং স্লিপারের জন্য ৫৩৫০-৮০৫০/- লাগতে পারে। অর্থাৎ এক কথায় বলা যায় সাড়ে ৫ হাজার টাকারও কমে আপনার এই দুর্দান্ত ভ্রমণটি হয়ে যাবে।
https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SBR001
এই প্যাকেজ সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন www. irctctourism.com। প্রসঙ্গত উল্লেখ্য, সাঁই বাবার ভক্তদের কাছে শিরডি (Shirdi) এক পুণ্যক্ষেত্র। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন সাঁই বাবার স্মৃতি বিজড়িত এই স্থানে। এখানেই রয়েছে সাঁই বাবার আশ্রম। এছাড়াও দর্শন করতে পারবেন শনি শিংনাপুরের অনন্য শনি মন্দির।