iPhone ক্রেতাদের জন্য দুর্দান্ত সুখবর! ভারতে বড় পদক্ষেপের পথে Apple, জানালেন স্বয়ং টিম কুক

বাংলা হান্ট ডেস্ক: iPhone ব্যবহারকারীদের জন্য এবং পাশাপাশি ক্রেতাদের জন্যও এবার দারুণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, Apple-এর CEO টিম কুক একটি দুর্দান্ত সুখবর জানিয়েছেন। সম্প্রতি ভারতে নতুন রেকর্ড গড়েছে Apple। কোম্পানিটি গত ত্রৈমাসিকে ভারত থেকে ৬ বিলিয়ন iPhone রপ্তানি করেছে বলে জানা গিয়েছে।

iPhone ক্রেতাদের জন্য বড় খবর:

এমতাবস্থায়, এই কোম্পানির লক্ষ্য হল ভারত থেকে ১০ বিলিয়ন iPhone রপ্তানি করা। এই কোম্পানিটি গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতে ৯৪.৯ বিলিয়ন ডলার আয় করেছে। পরিসংখ্যান অনুযায়ী, যা গত বছরের তুলনায় ৬ শতাংশ বেশি।

Great news for iPhone buyers.

iPhone ক্রেতাদের জন্য এল বড় আপডেট: জানিয়ে রাখি যে, Apple গত বছর ভারতে বিকেসি মুম্বাই এবং সাকেত দিল্লিতে দু’টি রিটেল স্টোর খুলেছে। যেগুলি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এবার এই কোম্পানি ভারতে আরও ৪ টি নতুন Apple Store খুলতে চলেছে বলে জানা গিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই তথ্য জানিয়েছেন স্বয়ং টিম কুক। ভারতে রেকর্ড রেভিনিউ আয় করার পর, টিম কুক বলেছেন যে, “আমরা ভারতে ৪ টি নতুন স্টোর খোলার জন্য অপেক্ষা করছি। ভারতে, আমরা শিক্ষা ক্ষেত্রে কাজ করতে চাই এবং প্রযুক্তির সাহায্যে এটি করা আমাদের পক্ষে খুব সহজ হবে। আমরা চাই শিক্ষকরা পড়ুয়াদের এটা বোঝান এবং তাঁরা নিজেরাও এটা বোঝার চেষ্টা করছেন।”

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতকে আকৃষ্ট করার চেষ্টা! এবার বড় অফার দিল পাকিস্তান

উৎপাদনে জোর দেওয়া: Apple ভারতে উৎপাদন বাড়ানোর ওপরেও জোর দিচ্ছে। কোম্পানিটি ভারতে তার ম্যানুফ্যাকচারিং ইউনিটের সংখ্যা বাড়িয়েছে। জানিয়ে রাখি যে, ফক্সকন বহু বছর ধরে ভারতে Apple-এর iPhone অ্যাসেম্বেল করছে। অপরদিকে পেগাট্রন কর্পোরেশন এবং টাটা ইলেকট্রনিক্সও iPhone অ্যাসেম্বেল শুরু করেছে।

আরও পড়ুন: উৎসবের মরশুমে ইতিহাস গড়ল Royal Enfield! অক্টোবরে বিক্রি হল এত বাইক, সংখ্যা জানলে ভিরমি খাবেন

প্রসঙ্গত উল্লেখ্য যে, সরকারের মেক ইন ইন্ডিয়া পলিসি এবং লোকাল সাবসিডির পাশাপাশি স্কিল্ড ওয়ার্কফোর্স সহ দেশের প্রযুক্তিগত ক্ষমতার কারণে Apple ভারতের ওপর ফোকাস করছে। ভারতে iPhone তৈরি করা হচ্ছে চেন্নাইয়ের উপকণ্ঠে। বর্তমানে ফক্সকন ভারতে iPhone-এর বৃহত্তম সরবরাহকারী হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, টাটা গ্রুপের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্ণাটকে ১.৭ বিলিয়ন ডলার মূল্যের iPhone রপ্তানি করেছে বলে জানা গিয়েছে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর