বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League) ২০২৫-এর আগে মেগা নিলামের আয়োজন করা হবে। এদিকে, ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলির রিটেনশন লিস্ট ঘোষণা করা হয়েছে। যেখানে ১০ টি দল মিলে মোট ৪৭ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। এমতাবস্থায়, বাকি খেলোয়াড়গুলিকে নিলামে দেখা যাবে। যাঁদের মধ্যে একাধিক তারকা খেলোয়াড়ের নাম রয়েছে। এরই মধ্যে এক কিংবদন্তি খেলোয়াড় সম্পর্কিত বড় খবর সামনে এসেছে। শুধু তাই নয়, ওই তারকা খেলোয়াড় IPL ২০২৫ থেকে বাদ পড়তে পারেন। মনে করা হচ্ছে BCCI-এর নতুন নিয়মের কারণে নিলামেও নাম দেবেন না এই খেলোয়াড়।
IPL (Indian Premier League) থেকে বাদ পড়লেন এই কিংবদন্তি খেলোয়াড়:
২০২৫ সালের IPL-এ খেলবেন না এই অধিনায়ক: জানিয়ে রাখি যে, IPL (Indian Premier League)-এর মেগা নিলামের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ হল আগামী রবিবার অর্থাৎ ৩ নভেম্বর। এদিকে, খবর রয়েছে যে, ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস এই নিলামে নাম দেবেন না।
দ্য টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়েছে, টেস্ট ক্রিকেটে মনোযোগী হওয়ায় এই সিদ্ধান্ত নিতে চলেছেন বেন স্টোকস। উল্লেখ্য যে, বেন স্টোকস গত মরশুমেও ছিলেন না। তাঁকে শেষবার IPL (Indian Premier League) ২০২৩-এ খেলতে দেখা গিয়েছিল। সেই সময়ে তিনি চেন্নাই সুপার কিংসের অংশ ছিলেন। চেন্নাই তাঁকে ১৬.২৫ কোটি টাকায় কিনেছিল। কিন্তু চোটের কারণে তিনি মাত্র কয়েকটি ম্যাচ খেলতে পেরেছিলেন।
আরও পড়ুন: iPhone ক্রেতাদের জন্য দুর্দান্ত সুখবর! ভারতে বড় পদক্ষেপের পথে Apple, জানালেন স্বয়ং টিম কুক
রিপোর্ট অনুযায়ী অনুযায়ী, ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে ফিরতে চান বেন স্টোকস। ২০২২ সালের T20 বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে শেষ T20 ম্যাচ খেলেছিলেন তিনি। বেন স্টোকস একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার পর ইউ-টার্ন নিয়ে ২০২৩ সালের ODI বিশ্বকাপে প্রত্যাবর্তন করেন। কিন্তু, এখন খবর আসছে ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে তিনি আবারও ODI ও T20 দলে ফিরতে পারেন। আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলার কথা রয়েছে তাঁর। এমন পরিস্থিতিতে কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন বেন স্টোকস।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতকে আকৃষ্ট করার চেষ্টা! এবার বড় অফার দিল পাকিস্তান
BCCI-এর এই নিয়মে বেড়েছে উত্তেজনা: এদিকে, BCCI-এর একটি নতুন নিয়মও নিলাম থেকে স্টোকসের প্রত্যাহারের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। মূলত, IPL (Indian Premier League) গভর্নিং কাউন্সিলের নতুন নিয়ম অনুযায়ী, নিলামে বিক্রি হওয়ার পর কোনও বৈধ কারণ ছাড়াই যদি একজন বিদেশি খেলোয়াড় তাঁর নাম প্রত্যাহার করে নেন, তাহলে তাঁকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে। এমন অনেকবার দেখা গেছে যে, বিদেশি খেলোয়াড়রা মরশুমের শুরুতেই তাঁদের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে চলে যান। এমন পরিস্থিতিতে BCCI এই নিয়ম লাগু করেছে।