শাহরুখের এক কলেই বাজিমাত আন্দ্রে রাসেলের, KKR এর সাথে নো গাদ্দারি, কম টাকাতেও খেলবেন তিনি! খুশিতে ডগমগ অনুরাগীরা!

বাংলাহান্ট ডেস্ক : IPL কানে আসলেই রীতিমত উপচে পড়ে উন্মাদনা। KKR, RCB, CSK সবকটি দলই “একসে বার কার এক।” তবে বাঙালিরা তো KKR-কেই সাপোর্ট করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর KKR মানেই ২২ গজ কাঁপাবে রাসেল, বোল্ড করলেই শোনা যাবে নারায়ণ নারায়ণ! উল্টোদিকে ছক্কার ঝড় উঠবে রিঙ্কুর ব্যাটে। এটাই তো কেকেআরের (KKR) টিম! তবে ২০২৫-এর আইপিএল নিয়ে সকলের মধ্যেই চাপা উত্তেজনা কাজ করছিল। কারণ দলের কোন প্লেয়ারকে রিটেন করা হবে এই নিয়েই শুরু হয় চিন্তা। বিশেষ করে রাসেলকে নিয়ে সকলের বিপি হাই হয়ে যায়। কারণ গুঞ্জন ওঠে রিটেনের তালিকায় হয়তো রাসেলের নাম নাও থাকতে পারে। অবশেষে কেকেআরের মাথা থেকে ফাঁড়া কেটে গিয়েছে। কারণ রাসেল মাসেল দেখাবে KKR-এর হয়ে। ঠিক শেষ মুহূর্তে একটা ফোন কলই বদলে দিল গোটা প্ল্যান। ঠিক কিভাবে তাহলে দেখুন বিষয়টি।

কেকেআরের ( KKR ) হয়ে খেলবেন রাসেল:

সম্প্রতি আইপিএল খেলার জন্য প্রতিটি দলই রিটেনশনের তালিকা জমা দিয়েছে। সেখানে কলকাতা নাইট রাইডার্স ( KKR ) তাদের দল থেকে মোট ৬ জনকে রিটেন করেছেন। ২০২৫ এর আইপিএল ম্যাচে পুরনো খেলোয়াড়দের উপরেই আস্থা দলের। নিলামের জন্য আর অন্য কোন চিন্তা ভাবনা নেই কেকেআরের ( KKR )। তবে প্রথমদিকে রাসেলকে নিয়েই ছিল চিন্তার যত জট। গুঞ্জন ওঠে তিনি নাকি কলকাতার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে রাজি নন। তাই তিনি নিলামে উঠার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিষয়টি গুঞ্জন অব্দি থেকে যায়।

আরো পড়ুন : নীতা আম্বানির বিরাট উদ্যোগ! বিনামূল্যে চিকিৎসা পাবেন দেশের মহিলা আর শিশুরা

কারণ শেষ পর্যন্ত কেকেআরের ( KKR ) হয়েই খেলবেন আন্দ্রে রাসেল। তিনি শুধু অপেক্ষা করছিলেন একটা ফোন কলের। ব্যাস ফোন কল আসা মাত্রই সিদ্ধান্ত ৩৬০° ডিগ্রি বদল। আসলে তিনি অপেক্ষা করছিলেন শাহরুখ খানের কলের। তিনি ঠিক কি বলেন সেটাই শোনার অপেক্ষায় অপেক্ষারত ছিলেন। যদিও কি কথা হয়েছে, এমনকি হঠাৎ কেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন তা অবশ্য জানা যায়নি। তবে শাহরুখ খানের কল পাওয়া মাত্রই দলের হয়ে রিটেনে থেকে যেতে রাজি হয়ে যান রাসেল।

আরো পড়ুন : আর রাখা গেল না লুকিয়ে, বিয়ের মাত্র ৭ মাস পরেই সন্তান এল শ্রীময়ীর! কী নাম রাখলেন?

আপনারা হয়তো জানেন, ২০১৪ থেকে এখনো পর্যন্ত আন্দ্রে রাসেল কেকেআরের ( KKR ) হয়েই খেলছেন। সেখানে কোনো বদল আসেনি। এমনকি দলকে জেতানোর সর্বোত্তম চেষ্টা করে যান। আর তিনি মাঠে নামলে গ্যালারি জুড়ে রীতিমতো চিৎকার শুরু হয়। তাই এমন দলের প্রতি সৎ, মানবিক এবং তুখোড় খেলোয়াড়কে হাতছাড়া করতে চাননি শাহরুখ খানও।

তথ্যসূত্রে জানা গিয়েছে, আইপিএল ২০২৫ এ প্রথম থেকেই রিঙ্কু সিংকে ধরে রেখেছিল কেকেআর ( KKR )। তিনি পাবেন ১৩ কোটি টাকা। উল্টোদিকে, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী আসন্ন আইপিএলে পেতে চলেছেন ১২ কোটি টাকা। একই সাথে আন্দ্রে রাসেলকেও পারিশ্রমিক বাবদ দেওয়া হবে ১২ কোটি টাকা। উল্টোদিকে, কেকেআরের ( KKR ) ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে ধরে রাখেনি দল। কারণ প্রথম থেকেই তিনি কলকাতা ফ্র্যাঞ্চাইজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তাকে নিলামের টেবিলেই দেখতে পাওয়া যাবে।

KKR

এছাড়াও দল আনক্যাপড প্লেয়ার হিসেবে ধরে রেখেছে দুজন প্লেয়ারকে। এই দুজন হচ্ছে হর্ষিত রানা ও রমনদীপ সিং। দুজনই নিজেদের প্রমাণ করে দিয়েছেন তারা ঠিক কতটা দক্ষ। জানা গিয়েছে, ৪ কোটি টাকার বিনিময়ে কলকাতার হয়ে খেলতে রাজি হয়েছেন তারা। তবে কেকেআরের ( KKR ) টিমে যে কজনই রয়েছে, সকলেই অলরাউন্ডার। ফলত ২২ গজের ময়দানে এবার কেকেআর ( KKR ) হতে চলেছে টাফ ফাইটার।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর