বাংলাহান্ট ডেস্ক: শুভমান গিল ( Shubman Gill)…. সিরফ নামই কাফি। আইপিএল থেকে শুরু করে বিশ্বকাপ, T20 সবসময় আলোচনার শীর্ষে এই একজন। ক্রিকেট ভক্তরা তাকে দেখলে আলাদাই পাওয়ার পেয়ে যান। তখন শুধু গ্যালারি জুড়ে ওঠে গিল গিল রব। আর মেয়েদের তো “লুটপুট গ্যায়া দিল” এমন অবস্থা। শুভমানের ( Shubman Gill ) প্রেমে লাট্টু খাচ্ছেন বহু মেয়ে। টিম ইন্ডিয়ার “ন্যাশনাল ক্রাশ” হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে তাকে। সমস্ত ক্রিকেট লাভারদের কাছে তিনি হচ্ছেন পছন্দের খেলোয়াড়। এই তরুণ প্লেয়ার শুধু দুর্ধর্ষ খেলেন তা নয়, একইসাথে ভরিয়েছেন নিজের ব্যাঙ্ক ব্যালেন্সও। কোটিপতি ক্রিকেটারদের তালিকায় রয়েছে শুভমান গিলের ( Shubman Gill ) নাম। ঠিক কত টাকার মালিক তিনি? কি কি রয়েছে তাঁর ঝুলিতে দেখে নিন।
শুভমান গিলের ( Shubman Gill) সম্পত্তির পরিমাণ:
জানা গিয়েছে, মাত্র ২৫ বছর বয়সেই গিল তাঁর বয়সের ডবল সম্পত্তি করে নিয়েছেন। সূত্রের খবর, ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী ক্রিকেটারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। কি শুনে অবাক হচ্ছেন তো? তবে অবাক হওয়া সবে শুরু। জানা গিয়েছে, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড বি-তে ক্রিকেটার শুভমন। যার জেরে তিনি বছরে পান তিন কোটি টাকা। এছাড়াও ম্যাচ ফি হিসেবেও পকেটে আসে মোটা অঙ্কের টাকা। মাত্র ২৫ বছর বয়সেই এতগুলো টাকার মালিক হয়েছেন তিনি। তবে এটা শুধু টাকার অঙ্কের পরিমাণ।
আরোও পড়ুন : ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি বড় ভুল! ৫ সেকেন্ডে খুঁজে বার করতে পারলে আপনাকে স্যালুট
গিল বাবুর সম্পত্তি তালিকায় আর কি কি আছে দেখে নেওয়া যাক: শুধু আর্থিক দিক থেকেই নয় মিস্টার ক্রিকেটারের রয়েছে বিলাসবহুল গাড়ি থেকে বিলাস বহুল বাড়ি। তাঁর গ্যারেজ সাজানো অত্যন্ত দামি গাড়ি রেঞ্জার রোভার দিয়ে। এর পাশাপাশি রয়েছে মাহিন্দ্রার থারের অত্যন্ত দামি সব গাড়ি। আর বিশ্বের সমস্ত দামি দামি ব্র্যান্ডের গাড়ি তিনি গ্যারেজে রাখবেন তো কে আমরা রাখবো! এছাড়াও পাঞ্জাবে শুভমানের বিলাসবহুল বাড়িও রয়েছে। আর সেই বাড়ির দাম এবং সাজসজ্জা নিয়ে কথা নাই বা বললাম।
এছাড়াও জানা গিয়েছে, বাড়ি, গাড়ি ছাড়াও গিলের নাকি রয়েছে আরো বিশেষ কিছু সম্পত্তি। যদিও সেসব সম্পত্তির কথা খুব একটা প্রকাশ্যে আসেনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে শুধু ক্রিকেট নয়, একইসাথে ধন সম্পদের দিকেও টক্কর দিচ্ছেন তিনি বড় বড় কোটিপতিদেরও।
তবে এইসব টাকার উৎস কোথা থেকে?
শুভমান গিলের এই এত টাকার প্রথম উৎস হচ্ছে খেলা। তবে শুধু খেলেই নয় একাধারে তিনি বিভিন্ন ব্র্যান্ড, বিজ্ঞাপন ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া থেকেও উপার্জন করেন। এক ডজন ব্র্যান্ডের সাথে তিনি কাজ করেন, যেমন- নাইকি, জেবিএল, জিলেট, সিয়েট এমনই ইত্যাদি। আর এই করেই তিনি আজ কোটিপতি হয়েছেন। তবে একবার কল্পনা করুন, যে ব্যক্তি এত কম বয়সে এত টাকা ইনকাম করে পরবর্তীতে তার সম্পত্তি কোথায় গিয়ে দাঁড়াবে।