একটানা ১ মাস ছুটি! স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর! শিক্ষা দফতরের নয়া সিদ্ধান্তে ধন্য ধন্য করছে সকলে

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস থেকেই রাজ্যজুড়ে উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর পালা। মন খুলে আনন্দ করছে রাজ্যবাসী। এদিকে এই উৎসবের আবহেই স্কুল ছুটি (WB School Holiday) নিয়ে একটি বৈষম্যের অভিযোগ সামনে আসছিল। এবার সেটা মেটাতেই বড় উদ্যোগ নিল রাজ্য শিক্ষা দফতর!

  • টানা ১ মাস ছুটি (WB School Holiday)! বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের

দুর্গাপুজোর সময় থেকেই রাজ্যের স্কুলগুলিতে ছুটি শুরু হয়েছে। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা মিলিয়ে অক্টোবর থেকে নভেম্বরের শুরু অবধি প্রায় মাসখানেক ছুটি পেয়েছেন স্কুল পড়ুয়ারা (School Students)। যদিও এই একটানা ছুটি স্রেফ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পেয়েছেন বলে খবর। আর সেখান থেকেই উঠেছে বৈষম্যের অভিযোগ।

আসলে দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজোর পরেই পশ্চিমবঙ্গের একাধিক প্রাথমিক বিদ্যালয় খুলে গিয়েছিল। ফের স্কুলে যেতে শুরু করেছিলেন শিক্ষার্থীরা। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলি বন্ধই ছিল। ছুটি (WB School Holiday) নিয়ে এই পার্থক্যের জেরেই বৈষম্যের অভিযোগ উঠতে শুরু করে।

আরও পড়ুনঃ পূর্ব পরিকল্পিতভাবে তিলোত্তমাকে খুন? CBI তদন্তে যা উঠে এল … ঘুরে গেল আরজি কর মামলার মোড়?

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লক্ষ্মীপুজোর পর থেকে কালীপুজোর আগে অবধি পশ্চিমবঙ্গের ৫০,০০০ প্রাথমিক বিদ্যালয় (Primary School) খোলা থাকলেও ৯৯৯১টি মাধ্যমিক এবং ৬৭৭১টি উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয় বন্ধ ছিল। জানা যাচ্ছে, এই নিয়ে প্রাথমিক শিক্ষকদের একাংশের মনে একটা চাপা উষ্মা তৈরি হয়। শিক্ষাবর্ষ অনুযায়ীও এবার বড়দের থেকে ছোটরা বেশি ক্লাস করেছে বলে খবর।

Primary school WB school holiday

জানা যাচ্ছে, এই আবহে প্রাথমিক এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের ছুটির (WB School Holiday) তালিকা এক করার দাবি উঠতে শুরু করে। সেদিকে নজর রেখে এবার শিক্ষা দফতরের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের হাইস্কুলগুলির মতো প্রাথমিক বিদ্যালয়গুলিতে পুজোর সময় একটানা ১ মাস ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি স্কুল পড়ুয়াদেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর