বাংলা হান্ট ডেস্কঃ গানের প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভালোবাসার কথা কমবেশি সকলেই জানেন। ছোটবেলায় কয়েক বছর গান শেখার কথা একবার তিনি নিজেই জানিয়েছিলেন। এখনও কাজের ফাঁকে একটু সময় পেলেই গান নিয়ে বসে পড়েন। এবার যেমন ভাইফোঁটা উপলক্ষ্যে বিশেষ গান নিয়ে এলেন তিনি।
ভাইফোঁটা উপলক্ষ্যে কী গান লিখলেন মমতা (Mamata Banerjee)?
জানা যায়, এখনও অবধি ১৫০ টিরও বেশি গান লিখেছেন এবং সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তালিকারই নবতম সংযোজন ভাইফোঁটা (Bhai Phota) স্পেশ্যাল গানটি। মূলত ভাইফোঁটা দেওয়ার সময় বাঙালি দিদি-বোনেরা যে চার লাইনের মন্ত্র বলেন, সেগুলিকে অল্প পরিবর্তন করে নতুন ভাবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।
ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী @MamataOfficial-এর নতুন গান। pic.twitter.com/SJLuuOsqkH
— Nilanjan Das (@NilanjanDasAITC) November 2, 2024
শনিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আইটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লেখা, ‘ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন গান’। মুখ্যমন্ত্রীর লেখা গানের দু’টি লাইন হল, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/মঙ্গল দীপে জ্বলুক শিখা’।
আরও পড়ুনঃ নভেম্বরেও ‘ঠাণ্ডা’ নেই! আজও বাংলার ৬ জেলায় বৃষ্টি! শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভিডিওয় দেখা যাচ্ছে, একটি মেয়ে তার ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে মমতার লেখা এবং সুর দেওয়া গান। এরপর স্ক্রিনে লেখা ফুটে ওঠে, ‘বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন/ এক হউক, এক হউক, এক হউক যে ভগবান’।
চলতি বছর দুর্গাপুজোর সময় মুখ্যমন্ত্রীর নতুন গানের অ্যালবাম প্রকাশিত হয়েছিল। ‘অঞ্জলি’ নামের সেই অ্যালবামে মমতার (Mamata Banerjee) লেখা এবং সুর দেওয়া ১০টি গান ছিল। সেগুলি গেয়েছিলেন নচিকেতা, বাবুল সুপ্রিয়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, দেবজ্যোতি বসুরা। এরপর কালীপুজোর সময়ও ‘আলোর সাথে নিশীথ রাতে মা এসছেন ঘরে’ নামক গানটি লেখেন তিনি। লেখার পাশাপাশি এই গানের সুরও মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে খবর। মমতার লেখা এবং সুর দেওয়া এই গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন।