Mutual Fund করেই বাজিমাত! সবচেয়ে বেশি লাভ এই রাজ্যের বাসিন্দাদের, বাংলা কোন পজিশনে?

বাংলাহান্ট ডেস্ক : ক্রমশ ভারতে জনপ্রিয়তা বাড়ছে মিউচুয়াল ফান্ডের (Mutual Fund)। একটা সময় সাধারণ মধ্যবিত্ত মানুষের বিনিয়োগের মাধ্যম হিসেবে জনপ্রিয় ছিল ব্যাংক কিংবা পোস্ট অফিস। তবে সময়ের সাথে ক্রমশ বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে নিচ্ছে বিভিন্ন মিউচুয়াল ফান্ড (Mutual Fund)।

মিউচুয়াল ফান্ড (Mutual Fund) নিয়ে কিছু কথা

শেয়ার মার্কেটের ঝুঁকিপূর্ণ বিনিয়োগের থেকে অনেকের কাছেই মিউচুয়াল ফান্ড অপেক্ষাকৃত সুরক্ষিত বিনিয়োগ মাধ্যম। তাই অনেক বিনিয়োগকারী আজকাল ঝুঁকছেন মিউচুয়াল ফান্ডে। তবে ভারতের মধ্যে সবথেকে বেশি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন কোন রাজ্যের বাসিন্দারা? বাংলা (West Bengal) কত নম্বরে জানেন ?

HDFC Mutual Fund

সম্প্রতি সেই রিপোর্ট প্রকাশ্যে এল। দেশের মধ্যে কোন রাজ্যের বাসিন্দারা সব থেকে বেশি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, কোন রাজ্যের বাসিন্দারা মিউচুয়াল ফান্ড থেকে বেশি অর্থ লাভ করছেন, এই সংক্রান্ত তথ্য এবার সামনে নিয়ে এল অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (এএমএফআই)।

আরোও পড়ুন : আর ঠকবেন না! রেশনে নয়া নিয়ম, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

এই তথ্যেই দেখা গিয়েছে দেশের মধ্যে মূলত তিনটি রাজ্যের বাসিন্দারা সব থেকে বেশি লাভবান হচ্ছেন মিউচুয়াল ফান্ড থেকে। AMFI-এর তথ্য অনুযায়ী, ভারতের মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (AUM) আকারে ১০০ টাকা পেলে তার মধ্যে ৫৬ টাকাই আসছে এই তিনটি রাজ্য থেকে।

7th pay commission 1

রিপোর্ট বলছে, মহারাষ্ট্র, দিল্লি এবং গুজরাটের বাসিন্দারা সব থেকে বেশি বিনিয়োগ করছেন মিউচুয়াল ফান্ডে। এই ৩ রাজ্যের বাসিন্দারাই সব থেকে বেশি লাভের মুখ দেখছেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। এই তিন রাজ্যের পর তালিকায় রয়েছে কর্ণাটক ও পশ্চিমবঙ্গের নাম। তালিকা অনুযায়ী, মহারাষ্ট্র থেকে মিউচুয়াল ফান্ডে ২৭.৪৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে।

আরোও পড়ুন : মমতার হাত থেকে ভাইফোঁটা! নিজের এই ‘ভুল’ নিয়ে বিরাট উপলব্ধি রাজীবের, বললেন…

তালিকার দ্বিতীয় স্থানে থাকা দিল্লি থেকে বিনিয়োগের পরিমাণ ৫.৪৯ লক্ষ কোটি টাকা। মিউচুয়াল ফান্ডে গুজরাট থেকে বিনিয়োগ হয়েছে ৪.৮২ লক্ষ কোটি টাকা। কর্ণাটকের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ ৪.৭১ লক্ষ কোটি টাকা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই পরিমাণ ৩.৪৫ লক্ষ কোটি টাকা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর