অবিশ্বাস্য! মাত্র ৪৩০ টাকায় শিমলা-মানালি ট্যুর! এটা আবার হয় নাকি? ৬ দিনের অফার দিচ্ছে এই সংস্থা

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। ভ্রমণ প্রিয় বাঙালির কাছে হাতে কয়েক দিনের ছুটি মানেই ঘুরতে বেড়িয়ে পড়া পছন্দের ডেস্টিনেশনে। অনেকেরই স্বপ্ন থাকে শিমলা-মানালি (Shimla-Manali) ভ্রমণের। তবে সেই স্বপ্ন অনেক সময় পূরণ হয় না টাকার কথা চিন্তা করে।

তবে একটি ভ্রমণ সংস্থা সব ধরনের পর্যটকদের কথা ভেবে নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। এবার মাত্র ৪৩০ টাকায় সেরে ফেলতে পারবেন শিমলা-মানালি (Shimla-Manali) ট্যুর! Zoyotrip নামক একটি ভ্রমণ সংস্থা দিচ্ছে এমনই অভাবনীয় সুযোগ। ৬ দিনের এই শিমলা-মানালি ট্যুর প্যাকেজে রয়েছে ট্রেন ভাড়া, হোটেল খরচ, খাওয়া-দাওয়া ইত্যাদি।

শিমলা-মানালি (Shimla-Manali) ট্যুর প্ল্যান

প্রথম দিন দিল্লি থেকে এই সংস্থা পর্যটকদের পিক আপ করে নিয়ে যাবে শিমলার উদ্দেশ্যে। হিমাচল প্রদেশের নয়নাভিরাম পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাবেন হোটেলে।

দ্বিতীয় দিন ব্রেকফাস্টের পর ঘুরিয়ে দেখানো হবে হিমালয়ান ওয়াইল্ডলাইফ চিড়িয়াখানা এবং কুফরি ফান পার্ক, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ। পায়ে হেঁটে ঘুরতে পারেন ঐতিহাসিক দ্য মল রোড।

Shimla

তৃতীয় দিন ব্রেকফাস্টের পর চেক আউট করে পাড়ি জমানো হবে মানালির দিকে। কুল্লু উপত্যকার মনোরম ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে যেতে যেতে হারিয়ে যাবেন প্রকৃতির কোলে। মানালিতে ঘুরিয়ে দেখানো হবে বৈষ্ণো দেবী মন্দির, হানোগি মাতা মন্দির এবং পান্ডোহ বাঁধ।

এছাড়াও পরবর্তী দিনগুলিতে পর্যটকদের জন্য থাকছে প্যারাগ্লাইডিং, জোর্বিং এবং ঘোড়ায় চড়ার মতো অ্যাড্রেনালাইন-পাম্পিং অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা। ষষ্ঠ দিন পর্যটকদের নিয়ে আসা হবে দিল্লি। সেখানেই সমাপ্তি ঘটবে ট্যুরের।

আরোও পড়ুন : ভূমিহীনদের বাড়ি করে দিচ্ছে রাজ্য, এল মুখ্যমন্ত্রীর নির্দেশ, বিরাট পরিকল্পনা নবান্নের

খরচ : এই ভ্রমণ সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, শিমলা-মানালি ট্যুর প্যাকেজ শুরু হচ্ছে মাত্র ৭৯৯৯ টাকা (জন প্রতি) থেকে। বিশেষ করে যারা গ্রুপ ট্যুর করতে চান তাদের জন্য অত্যন্ত লাভ দায়ক এই প্যাকেজ। এছাড়াও রয়েছে ইএমআই-এর সুবিধা। মাত্র ৪৩০ টাকার ইএমআই-এর বিনিময়ে পূরণ করে ফেলুন আপনার শিমলা-মানালি ভ্রমণের স্বপ্ন। 

Shimla-Manali

যোগাযোগ :যেকোনো ধরনের অনুসন্ধানের জন্য যোগাযোগ করতে পারেন সংস্থার 80916-60060 ফোন নম্বরটিতে। আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন সংস্থার ওয়েবসাইট – https://zoyotrip.in/trip/shimla-manali-tour/ পোর্টালে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর