ভারতীয় দলের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ! ফের বিতর্কের সম্মুখীন ঈশান কিষাণ

বাংলা হান্ট ডেস্ক: ম্যাকেতে ভারত (Team India) এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ খেলা হয়েছে। যেটিতে ক্যাঙ্গারু দল ৭ উইকেটে জিতেছিল। তবে, এই ম্যাচের চতুর্থ দিনের শুরুটা ছিল বিতর্কিত। আসলে, ভারতীয় দলের বিরুদ্ধে বল টেম্পারিং তথা বল বিকৃতির অভিযোগ উঠেছে। তারপরে মাঠের আম্পায়ার বল পরিবর্তনের বড় সিদ্ধান্ত নেন। এমতাবস্থায়, সমগ্র ঘটনাটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ভারতের (Team India) বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ:

বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে ভারতীয় দলের বিরুদ্ধে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রবিবার যখন ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৮৬ রান, সেই সময়ে খেলা শুরুর আগে, ভারতীয় খেলোয়াড়দের (Team India) আম্পায়ার শন ক্রেগকে পরিবর্তিত বল নিয়ে প্রশ্ন করতে দেখা যায়। সেই সময়, স্টাম্পের মাইকে ক্রেগকে বলতে শোনা যায়, “আপনারা যখন বল স্ক্র্যাচ করেন, আমরা বল পরিবর্তন করি। আর কোনও আলোচনা হবে না, খেলা শুরু করা যাক।”

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ঈশান কিষাণ: অর্থাৎ, চতুর্থ দিনে পরিবর্তিত বল দেখে ভারতীয় খেলোয়াড়রা আম্পায়ার ক্রেগের কাছ থেকে কারণ জানার চেষ্টা করলে আম্পায়ার তাদের বলেন যে এই নিয়ে আর আলোচনার দরকার নেই। খেলা শুরু করা যাক। এমতাবস্থায়, আম্পায়ারের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন ঈশান কিষাণ।

আরও পড়ুন: বড় খবর! এবার IPL থেকে বাদ পড়লেন এই কিংবদন্তি খেলোয়াড়, থাকবেন না নিলামেও, সামনে এল কারণ

তিনি আম্পায়ারকে জিজ্ঞেস করলেন, “তাহলে কি আমরা এই পরিবর্তিত বল নিয়ে খেলব? কোনও আলোচনা হয়নি, এটা নিছকই একটা বোকামি।” ঈশানের এই মনোভাব ক্রেগ পছন্দ করেননি এবং তিনি ভারতীয় উইকেটরক্ষকের আচরণ নিয়ে অভিযোগের সুরও তুলেছেন।

আরও পড়ুন: iPhone ক্রেতাদের জন্য দুর্দান্ত সুখবর! ভারতে বড় পদক্ষেপের পথে Apple, জানালেন স্বয়ং টিম কুক

এদিকে, ক্রেগকে এটাও বলতে শোনা গিয়েছিল যে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা বল টেম্পার করেছে। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে, “আপনারা বলটি স্ক্র্যাচ করেছেন, যার কারণে এটি প্রতিস্থাপন করা হয়েছিল।” এর স্পষ্ট অর্থ হল এই ক্ষেত্রে ভারতীয় খেলোয়াড়রা (Team India) দোষী সাব্যস্ত হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর