অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে খেলবেন না রোহিত? রাখঢাক না রেখে বড় প্রতিক্রিয়া দিলেন হিটম্যান

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দলের (Team India) হোম টেস্ট মরশুম নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ দিয়ে শেষ হয়েছে। যেখানে সমস্ত ম্যাচে একতরফা পরাজয়ের সম্মুখীন হয়েছে ভারত। এদিকে, এই সিরিজ শেষ হওয়ার সাথে সাথে, টিম ইন্ডিয়াকে আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়া সফরে তাদের পরবর্তী টেস্ট সিরিজ খেলতে হবে। ৫ ম্যাচের বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে পার্থ স্টেডিয়ামে। এই সফরের জন্য ইতিমধ্যেই টিম ইন্ডিয়া ঘোষণা করা হয়েছে।

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে খেলবেন না ভারতের (India) অধিনায়ক?

এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পরে ভারতের (Team India) অধিনায়ক রোহিত শর্মা, সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট ম্যাচ খেলার বিষয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান যে তিনি এখনও এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেননি।

Will the Team India captain not play in the first Test of the Australia tour.

কি জানিয়েছেন রোহিত: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ক্লিন সুইপ করার পর সাংবাদিক সম্মেলনে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ নিয়ে এক প্রশ্নের জবাবে রোহিত শর্মা বলেন যে, “আমি যাব কি না জানি না। তবে আমি আশাবাদী।” আসলে, ব্যক্তিগত কারণে রোহিত পার্থ টেস্ট ম্যাচের বাইরে থাকতে পারেন।

আরও পড়ুন: ফের সবাইকে চমকে দিল ISRO! লাদাখে হল অদ্ভুত কারনামা, জানলে হয়ে যাবেন “থ”

এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ অধিনায়কত্বের দায়িত্ব নিতে পারেন। তাঁকে দলের (Team India) সহ-অধিনায়ক করা হয়েছে। এদিকে, ব্যাকআপ ওপেনার হিসেবে নির্বাচিত অভিমন্যু ইশ্বরন রোহিতের জায়গায় ওপেনিং ব্যাটার হিসেবে সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন: ভারতীয় দলের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ! ফের বিতর্কের সম্মুখীন ঈশান কিষাণ

দুই দলই WTC-র ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে: বর্তমানে টিম ইন্ডিয়া (Team India) এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজয়ের পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চলে এসেছে। কিন্তু ফাইনালে ওঠার পথ এখনও খোলা আছে। যেখানে এখন এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ান দলটি বর্তমানে ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে এই টেস্ট সিরিজটি WTC দৃষ্টিকোণ থেকে উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর